X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে লুটপাট রুখতে হবে: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৮, ২০:০১আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২০:১৪

 



ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে লুটপাট ও সম্পদের পাচার রুখতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ড. কামাল হোসেন। শনিবার (১৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ড. কামাল হোসেন বলেন, ‘নাম ভাঙিয়ে আওয়ামী লীগ করা, লুপাট ও অর্থ পাচার করা বঙ্গবন্ধুকে অবমানা করা ছাড়া কিছুই নয়।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনে জনগণের অংশ হিসেবে জনগণের পক্ষ হয়ে সেই কথাগুলো আমরা আজ স্মরণ করতে চাই। বঙ্গবন্ধু আমাদের ক্ষমতা দিয়ে গেছেন এবং দায়িত্ব দিয়ে গেছেন। জনগণ অবশ্যই ক্ষমতার মালিক। তার সঙ্গে দায়িত্ব আছে। এ দেশের সম্পদ লুটপাট হয়ে যাবে আর আমরা কি নীরব দর্শক হিসেবে বসে দেখতে থাকবো?’
ড. কামাল বলেন, ‘আমরা তো সারাজীবন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেছি। আমি এখনও বঙ্গবন্ধুর আওয়ামী লীগে আছি বলে বিশ্বাস করি। এখন দেশে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে আওয়ামী লীগ করা হচ্ছে। এটাকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলার অর্থ বঙ্গবন্ধুকে অবমাননা; অবমাননা করা ছাড়া আর কিছু না।’
তিনি বলেন, “আমি স্বচক্ষে দেখেছি, উনাকে (বঙ্গবন্ধু) দুই-দুই বার সারাপাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব দিতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু হেসে বলেছিলেন, ‘পাগল নাকি, আমি সারাজীবন রাজনীতি করেছি প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।’ ওই কথাটা আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে।”
ড. কামাল বলেন, ‘বঙ্গবন্ধু লুটপাট করার ওপেন টেন্ডারের লাইসেন্স দিয়েছেন? যারা এখন টাকা মারছে, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, তাদের সুযোগ দেওয়ার জন্য বঙ্গবন্ধু জীবন দিয়েছিলেন? সবার বোঝা উচিত, উনি এই সুযোগ দেওয়ার জন্য জীবন দেননি।’
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ খসরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মাহতাবুল বাশার,মোশারফ হোসেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ.ব.ম মোস্তফা আমীন প্রমুখ।
সভায় বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করা হয়।

 

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক