X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘অপহরণকারীরা মারধরের পর ওষুধ খেতে দেয়’ (ভিডিও)

শেখ জাহাঙ্গীর আলম
১৮ মার্চ ২০১৮, ২০:২১আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২০:২২

 



মায়ের সঙ্গে সজল চৌধুরী ‘অপহরণের পরপরই আমার চোখ বেঁধে ফেলে ওরা, পরে একটি গাড়িতে করে নিয়ে যায়, কোথায় তা জানি না। একটি ঘরের মধ্যে আটকে রাখে অপহরণকারীরা। সেখানে আামকে মারধর করা হয়েছে। এরপর ওষুধও খেতে দিয়েছে ওরা। কিন্তু কোথায় নিয়ে রাখা হয়েছিল, সেটি আমার জানা নেই।’



অপহরণের সাত দিন পর রবিবার (১৮ মার্চ) বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসায় ফিরে এসে বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন সজল চৌধুরী।
সকাল ১০টার দিকে সজল চৌধুরী একটি ভাড়া গাড়িতে করে বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসায় মায়ের কাছে ফিরে আসেন।
গত ১১ মার্চ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের ১৩ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে ডিবি পরিচয়ে অপহরণ করা হয় সজল চৌধুরীকে। এই বাসায় তিনি গত দুই বছর ধরে তার মা ও সন্তান নিয়ে ভাড়া আছেন। ভবনটিতে থাকা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এ অপহরণের ঘটনা ঘটে।
তবে ঘটনার পরপর ভাটারা থানায় গিয়ে অভিযোগ জানাতে চাইলেও থানা তা নেয়নি। পরে গণমাধ্যমে খবর প্রকাশের পর সজলের মা দিলু আরা বেগমকে ভাটারা থানা থেকে ডেকে নেওয়া হয়। এরপর তার সই নেয় পুলিশ। ১১ তারিখ ঘটনা ঘটলেও দিলু আরা বেগমের সই নেওয়া হয় ১৬ মার্চ। তবে জিডির কাগজে তারিখ ১৩ মার্চ উল্লেখ রয়েছে। জিডি নম্বর ৯০১।
এ বিষয়ে অপহৃত সজল চৌধুরীর ছেলে শিহাব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমে পুলিশ জিডিই নিতে চায়নি। পত্রিকায় রিপোর্ট হওয়ার পর আমাদের খবর দিয়ে নেওয়া হয়েছে শুক্রবার (১৬ মার্চ)। এরপর পুলিশ কথা বলেছে। জিডি হয়েছে। আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু পুলিশ মামলা নেয়নি।’
সজল চৌধুরী বলেন, ‘আমাকে চোখ-মুখ বেঁধে কোথায় নিয়ে গিয়েছিল, সেটি জানি না। এরা কারা ছিল, সেটিও জানতে পারিনি। একটি ঘরে আমি আটকে ছিলাম। কয়েকদিন পর বুঝতে পারলাম, আমাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এরপর রবিবার আনুমানিক ভোর ৪টা থেকে ৬টার মধ্যে কোনও এক সময় আমাকে গাড়ি থেকে অন্ধকার একটি স্থানে ফেলে দিয়ে যায়।’
তিনি বলেন,‘এরপর যখন ভোরের আলো ফুটতে থাকে, তখন সেখানকার স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারি, এটা দাউদকান্দির রায়পুর বাজার। পরে সেখান থেকে একটি রেন্ট-এ-কার থেকে গাড়ি নিয়ে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আমি বসুন্ধরার বাসায় এসে পৌঁছাই। পরে এখানে নেমে ওই গাড়ির ভাড়া দিই।’
সজল চৌধুরী বলেন,‘এর বাইরে আমার আর কিছুই মনে নেই। আমি অসুস্থ আছি।’
নিখোঁজের সাত দিন পর সজল চৌধুরীকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত তার মা দিলু আরা বেগম ও তার ছেলে শিহাব চৌধুরী। বাসায় ফেরার পর থেকে তাকে ঘিরে আছে পরিবারের সদস্যেরা। সজল চৌধুরীকে যখন অপহরণকারীরা মারধর করে নিয়ে যায় তখন তার স্কুলপড়ুয়া ছেলে শিহাব নিজের কক্ষে ঘুমিয়ে ছিল। তখন থেকে আর বাবার সঙ্গে দেখা হয়নি। এ কারণে সারাক্ষণ বাবাকে ঘিরে বসে আছেন শিহাব। সজলের মা ছেলেকে জড়িয়ে ধরে আছেন।

সজলের মা দিলু আরা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে ফিরে এসেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি। আজকে আমার ঈদের আনন্দ। আমি আর কিছু চাই না।’
‘গণমাধ্যমের সব সংবাদিকরা সজলকে ফিরে পাওয়ার জন্য অনেক সহযোগিতা করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ’, যোগ করেন তিনি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবর পেয়েছি সজল চৌধুরী বাসায় ফিরে এসেছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। তবে এ বিষয়ে তিনি আমাদের এখনও কিছুই বলেননি। তবে তিনি যদি অভিযোগ দেন তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’
অপহরণের ঘটনার বর্ণনা দিতে সজলের মা দিলু আরা বেগম বাংলা ট্রিবিউনকে জানায়,‘এই বাসায় আমরা দুই বছর ধরে ভাড়া থাকি। সেদিন রাতে (১১ মার্চ) কলিং বেল বাজলে সজল নিজেই দরজা খুলে দেয়। ঘরের ভেতর লম্বা লম্বা কয়েকটা ছেলে ঢুকেই তাকে মারধর শুরু করে। আমাকে বেঁধে রাখে। তারা মারধর করে সজলকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। নিরাপত্তাকর্মীকে তারা বাসা চেঞ্জ করার কথা বলে উপরে ওঠে। আমাদের বাসা চেঞ্জ করে উত্তরা যাওয়ার কথা ছিল। এই বাসায় আমরা আর থাকবো না। অপহরণকারীরা তাও জেনে গেছে।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা