X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁস রোধে বিভাগীয় ‘সমন্বয় সভা’য় অংশ নিচ্ছেন মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

এস এম আববাস
১৮ মার্চ ২০১৮, ২২:২৬আপডেট : ১৯ মার্চ ২০১৮, ০৯:৫৮

আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ঢাকাসহ দেশের আট বিভাগীয় কমিশনারদের মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন শিক্ষা মন্ত্রণালয়ের আটজন অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা। সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নের বার্তা পৌঁছে দিতেই এ সভা হচ্ছে। পাশাপাশি আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রককে ওই সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। দেশের আট বিভাগে এই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (১৯ মার্চ)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানা গেছে, বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় নিয়মিত অংশ নেন বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), জেলার পুলিশ সুপার। আগামীকালের সভায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারের পদক্ষেপ তুলে ধরবেন শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। ওই সভায় প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হবে। রবিবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় সরকারের পদক্ষেপ জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে আটজন অতিরিক্ত সচিব বিভাগীয় কমিশনার মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন। প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয় যে পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে মতবিনিময় করবেন কর্মকর্তারা। মন্ত্রণালয়ের বার্তা মাঠ প্রশাসনে পৌঁছে দেওয়া এবং গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করার বিষয়টি সমন্বয় সভায় জানানো হবে।’

মো. সোহরাব হোসাইন আরও বলেন, ‘বিভাগীয় সমন্বয় সভায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকদের আমন্ত্রণ জানানো হয়েছে। সমন্বয় সভার সিদ্ধান্তের পর বিভাগের কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক করবেন বিভাগীয় কমিশনার। রবিবারের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানায়, ঢাকা বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, চট্টগ্রামে অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, রাজশাহী বিভাগে অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ, বরিশালে অতিরিক্ত সচিব ড. মোল্লা জালালউদ্দিন, ময়মনসিংহে অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান, খুলনায় সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মাহমুদুল হক, সিলেটে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) পরিচালক অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ্ এবং রংপুর বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় উপস্থিত থাকবেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। ওইসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে, পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসা বাধ্যতামূলক, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্ন সেট নির্ধারণ, ট্রেজারি থেকে কেন্দ্রে প্রশ্ন নেওয়ার সময়ে একজন ম্যাজিস্ট্রেটসহ তিনজন কর্মকর্তার উপস্থিত নিশ্চিত করা, পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোনসহ কাউকে পাওয়া গেলে তাকে গ্রেফতার করা ও আইনগত ব্যবস্থা নেওয়াসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি গাইডলাইন দেবেন।’

আগামী ২ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ফাঁসমুক্ত, প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করতে বিভাগীয় সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।

/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ