X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শিমুল বিশ্বাসের তিন মামলার জামিন আবেদন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১৬:৪৭আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৬:৪৭

নাশকতার তিন মামলায় খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। সোমবার (১৯ মার্চ) লালবাগ থানার নাশকতা মামলায় মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী ও মতিঝিল ও বাড্ডা থানার মামলায় কায়সারুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস শিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘নাশকতার মামলা তিনটি ২০১৫ সালে দায়ের করেছিল সংশ্লিষ্ট থানা পুলিশ। ওই মামলাগুলোয় শিমুল বিশ্বাসকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আদালত তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে হাজির করলে আমরা জামিনের আবেদন করি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এদিকে, বর্তমানে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় বিভিন্ন সময়ের ৯৮টি মামলা রয়েছে। তার মধ্যে ৭০টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়েছে। বর্তমানে সাতটি মামলায় তিনি জামিনে আছেন। যেহেতু এখনও ৬৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।’

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে শাহাবাগ ও রমনা ও পল্টন থানার ৩ মামলায় ১৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

/টিএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?