X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লন্ডনে টিটুলিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় সাইক্লিং প্রতিযোগিতা ২১ মার্চ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ মার্চ ২০১৮, ০৯:৩৫আপডেট : ২০ মার্চ ২০১৮, ০৯:৪৮

সাইক্লিং (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত) যুক্তরাজ্যের লন্ডনে বুধবার (২১ মার্চ) ‘টিটুলিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় সাইক্লিং প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পশ্চিম লন্ডনের হিলিংডন সাইক্লিং সার্কিটে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। লন্ডনের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা এতে অংশ নেবেন। লন্ডনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের সাইক্লিং প্রতিযোগিতা এটিই প্রথম।

শিক্ষার্থীরা দিনব্যাপী ভিন্ন ভিন্ন চারটি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন। স্বতন্ত্র টাইম ট্রায়াল, টিম টাইম ট্রায়াল, ক্রাইটেরিয়ন এবং একটি চূড়ান্ত দুই ল্যাপের স্প্রিন্টের ভিত্তিতে সামগ্রিকভাবে বিজয়ীদের বাছাই করা হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডনের অভিজ্ঞ সাইক্লিস্টদের পরস্পরকে চ্যালেঞ্জ জানানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সাইক্লিং খেলায় যারা নতুন তাদের জন্যও প্রথমবারের মতো এ ধরনের পরিবেশে সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণের এটি একটি চমৎকার সুযোগ।

এ বিষয়ে টিটুলিয়া’র একজন যোগাযোগ ব্যবস্থাপক বলেন, ‘টিটুলিয়া’র একটি প্রধান মিশন হচ্ছে সক্রিয় লাইফস্টাইল ও ফিটনেসের প্রসার ঘটানো। উত্তেজনাপূর্ণ নতুন এই প্রতিযোগিতায় স্পন্সর করতে পেরে আমরা আনন্দিত।’

এলএসই সাইক্লিং ক্লাবের ভাইস ক্যাপ্টেন মার্লিন স্ট্রেচার বলেন, ‘প্রকৃতপক্ষে সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেন সাইক্লিংকে নিজেদের বলে দাবি করছে। এটি দেশের দ্রুত জনপ্রিয় হয়ে উঠা খেলাগুলোর একটি। কে জানে, পরবর্তী ট্যুর ডি ফ্রান্স বিজয়ী হয়তো এখন লন্ডনের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর কোনও একটির জন্য রাইড করছে।’

বাংলাদেশের কাজী অ্যান্ড কাজী টি’র উৎপাদিত ‘টিটুলিয়া’ ব্র্যান্ডের এই অর্গানিক চায়ের নামকরণ করা হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নামে। মার্কিন কৃষি দফতরের ন্যায্য বাণিজ্য সনদপ্রাপ্ত একটি বাগানে তিন হাজার একরেরও বেশি জায়গাজুড়ে এই চা উৎপাদিত হয়। এটি বিশ্বের বৃহৎ অর্গানিক চা বাগানগুলোর অন্যতম।

টিটুলিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কিংস কলেজ, ইমপেরিয়াল কলেজ, বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রি, সেন্ট জর্জ’স ইউনিভার্সিটি এবং ব্রুনেল ইউনিভার্সিটি।

 

/এমপি/আপ-এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা