X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঢামেকে স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৭:৪৯আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৮:১৮

ঢামেক হাসপাতালে স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এক সপ্তাহ ধরে অনুষ্ঠান করে সেবা দিয়ে বাকি সময়ে ফাঁকি দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া উপলক্ষে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২০ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এই আয়োজনের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ উন্নয়শীল দেশের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য খাতে বাংলাদেশ অনেক পথ এগিয়েছে। এ জন্য বিশেষ কোনও দিন বা উপলক্ষ নয়, প্রতিদিনই মানুষকে সেবা দিতে হবে।’
সার্বক্ষণিক সেবার পাশাপাশি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনের আগে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং সার্বিকভাবে সেবার মান বাড়াতে খুব শিগগিরই তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪০ হাজার কর্মচারি নিয়োগ দেওয়া হবে।’
বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া উপলক্ষে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা সপ্তাহ আয়োজন করেছে সরকার। আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে এই সপ্তাহ চলবে ২৫ মার্চ পর্যন্ত। ঢামেক হাসপাতালসহ দেশের সরকারি হাসপাতালগুলোতে এই ছয় দিনে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে রোগীদের।
অনুষ্ঠানে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘এই ছয় দিনে হাসপাতালে আসা সব রোগীকে আমরা বিনামূল্যে চিকিৎসা দেবো। এর বাইরেও আরও বেশকিছু আয়োজন রয়েছে এই স্বাস্থ্যসেবা সপ্তাহে।’
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর অবদানে বাংলাদেশ মধ্যবিত্ত দেশের স্বীকৃতি পেয়েছে। এ জন্য আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে।’

/টিওয়াই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
বিচ্ছেদের পর প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
বিচ্ছেদের পর প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ