X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘দেরি হবে বলেছিল, আর তো ফিরলো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ২০:২৯আপডেট : ২০ মার্চ ২০১৮, ২০:৪০

নিহত পুলিশ পরিদর্শক জালাল উদ্দিনের জানাজার আগে রাজারবাগ পুলিশ লাইন্সের মিলনায়তনে তার স্ত্রী ও দুই সন্তান ‘আমি ফোন দিছিলাম। জানতে চাইলাম, কখন আসবা? বললো— দেরি হবে, বাসার দারোয়ানের কাছ থেকে চাবি রেখে দিও। কিন্তু আর তো ফিরল না।’
অশ্রুসজল চোখে কথাগুলো বলছিলেন অভিযানে গিয়ে সন্ত্রাসীর গুলিতে নিহত ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিনের স্ত্রী বিনা পারভিন। নিহত জালাল উদ্দিনের জানাজার আগে রাজারবাগ পুলিশ লাইন্সে উপস্থিত বিনা পারভিন জানান, এটাই ছিল স্বামীর সঙ্গে তার শেষ কথোপকথন।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. জালাল উদ্দীন মিরপুরে মধ্য পীরবাগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সোমবার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মাথায় গুলিবিদ্ধ হন। রাত পৌনে ২টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মঙ্গলবার (২০ মার্চ) দুপুর দেড়টায় নিহত পরিদর্শক জালাল উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয় রাজারবাগ পুলিশ লাইন্সে। জানাজার আগেই রাজারবাগে নিয়ে আসা হয় নিহতের স্ত্রী বিনা পারভিন ও তার দুই মেয়েকে। এ সময় তাদের সঙ্গে স্বজন ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন। ২০ মার্চ অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে দুই মেয়েকে নিয়ে উপস্থিত বিনা পারভিন স্বামীর এই আকস্মিক মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। দুই মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। ঠিকমতো কথাও বলতে পারছিলেন না তিনি।
পাশে বসে থাকা বিনা পারভীনের মামাত বোন রিম্পা খাতুন বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে (সোমবার) বিনার সঙ্গে কথা হয়েছিল জালাল ভাইয়ের। তিনি জানিয়েছিলেন, ফিরতে দেরি হবে। দারোয়ানের কাছ থেকে চাবিটা নিয়ে রাখার কথা বলেন তিনি। এরপর থেকেই মোবাইল ফোনটি বন্ধ ছিল। অপারেশনে গেলে মোবাইল বন্ধই রাখতেন তিনি।’
রিম্পা বলেন, ‘রাত ১টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে বিনার মোবাইলে কল আসে। স্কয়ার হাসপাতালে যেতে বলা হয়। আমাকে ফোন দিয়ে সঙ্গে যাওয়ার কথা বলে। মগবাজার থেকে ওদের বাসাবোর বাসায় গিয়ে বিনাকে নিয়ে হাসপাতালে যাই।’
রিম্পা জানান, হাসপাতালে পৌঁছানোর আগে বিনা পারভিন জানতেই পারেননি, তার স্বামী অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন। এর আগেও জালাল উদ্দিন স্ট্রোক করায় তিনি ভেবেছিলেন, হয়তো আবারও স্ট্রোক করেছেন তিনি। পরে হাসপাতালে পৌঁছানোর পর পুলিশের কাছ থেকে স্বামীর গুলিবিদ্ধ হওয়ার ও মৃত্যুর সংবাদ পান বিনা।
স্বামীকে হারানোর শোকে স্তব্ধ বিনা পারভিন নিহত পরিদর্শক জালাল উদ্দিনের দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস তৃপ্তি ও ফারহানা আফরোজ তুর্যা। দু’জনই রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুলের শিক্ষার্থী। তৃপ্তি দশম আর তুর্যা অষ্টম শ্রেণিতে পড়ছে। বাবা হারানোর শোকে দুই বোনও যেন পাথর। কারও মুখে কোনও কথা নেই। মাকে জড়িয়ে ধরে তাদের চোখের কেবল অশ্রুর ধারা।
রিম্পা জানালেন, দুই বোনকে বাবা জালাল উদ্দিন নিজেই স্কুলে পৌঁছে দিতেন প্রতিদিন। দুই মেয়ে ছিল জালাল উদ্দিনের চোখের মনি। মেয়েরাও বাবাকে অসম্ভব ভালোবাসত। বাবাকে হারানোর পর দুই বোনের মুখ দিয়ে কোনও কথাই সরছে না বলে জানান রিম্পা।
রাজারবাগে জানাজা শেষে নিহত পরিদর্শক জালাল উদ্দিনের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী। সবসময় জালাল উদ্দিনের পরিবারের পাশে থাকার কথা জানিয়ে আইজিপি সংবাদিকদের বলেন, পরিদর্শক জালাল উদ্দিনের হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে।
উল্লেখ্য, কনস্টেবল হিসেবে ১৯৮৯ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন জালাল উদ্দিন। ২০০২ সালে এএসআই ও ২০০৭ সালে পরিদর্শক পদে পদোন্নতি পান তিনি। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর ২০১৭ থেকে ডিএমপির গোয়েন্দা (পশ্চিম) বিভাগে কর্মরত ছিলেন তিনি। কর্মক্ষেত্রে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০১৩ সালে তিনি পিপিএম পদক পান।
আরও পড়ুন-
পরিদর্শক জালালের বাড়িতে চলছে মাতম
‘গুলিতে ইন্সপেক্টর জালালের ব্রেইন ড্যামেজড’

/আরজে/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী