X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

শাহীন-শাহরিনের অপারেশন শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১৪:১১আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৫:০৭

শাহরিন আহমেদ ও শাহীন ব্যাপারী নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শাহরিন আহমেদ ও শাহীন ব্যাপারির অস্ত্রোপচার শেষ হয়েছে। বুধবার (২১ মার্চ) প্রায় তিন ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, শাহীন ব্যাপারির আরও অস্ত্রোপচার করতে হবে।
বুধবার দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালে এক ব্রিফিংয়ে ডা. সামন্ত লাল সেন এসব কথা বলেন। তিনি বলেন, আজ (বুধবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহরিন আহমেদ ও শাহীন ব্যাপারির শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এর মধ্যে শাহীন ব্যাপারীর শরীরে ক্ষত বেশি থাকায় তার আরও বেশকিছু অস্ত্রোপচার প্রয়োজন হবে।
ডা. সামন্ত লাল জানান, শাহরিনের উরু থেকে চামড়া নিয়ে তার ঘাড়ে লাগানো হয়েছে। আর শাহীনের উরু থেকে চামড়া নিয়ে লাগানো হয়েছে তার হাতে।
নেপালের ওই বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে শাহীন ব্যাপারী, কবির হোসেন ও শাহরিন আহমেদের অবস্থা সংকটাপন্ন বলে জানান বার্ন ইউনিটের এই সমন্বয়ক। তবে এর মধ্যে কবির হোসেনের শারীরিক অবস্থা বেশি খারাপ বলে জানান তিনি।
বার্ন ইউনিটে নেপালের দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও সেবা প্রসঙ্গে ডা. সামন্ত লাল বলেন, ‘বার্ন ইউনিটের চিকিৎসক, ওয়ার্ড বয়, আয়া— সবাই রোগীদের ভালো সেবা দিচ্ছেন। আমরা সার্বক্ষণিক তাদের যত্ন নিচ্ছি।’
পরিবারের সদস্যদের জানাজায় অংশ নিতে যাওয়া আলীমুন নাহার এ্যানী ও মেহেদী হাসান মাসুমের আজই হাসপাতালে ফিরে আসার কথা রয়েছে বলেও জানান বার্ন ইউনিটের এই সমন্বয়ক। এর আগে তিনি জানিয়েছিলেন, কেবিনে থাকা সৈয়দ রাশেদ রুবাইয়াত ও সৈয়দা কামরুন নাহার স্বর্ণার অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য, গত ১২ মার্চ ঢাকা থেকে রওনা দেওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ৬৭ যাত্রীসহ ৭১ জন আরোহীর মধ্যে ৪৯ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বাংলাদেশি ২৬ জন। আহত ১০ বাংলাদেশির মধ্যে প্রথম দেশে নিয়ে আসা হয় শাহরিনকে। বৃহস্পতিবার তাকে ভর্তি করা হয় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে। মেহেদী হাসান সুমন, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও আলমুন নাহার এ্যানিকে দেশে আনা হয় শুক্রবার। পরে শনিবার শেখ রাশেদ রুবায়েত এবং রবিবার কবির হোসেন ও শাহীন ব্যাপারীকে দেশে নিয়ে আসা হয়।

/টিওয়াই/টিআর/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়