X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে প্রতিবন্ধী শিশুদের: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১৮:৫২আপডেট : ২১ মার্চ ২০১৮, ২১:৪৫

ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ প্রকাশিত ‘ডাউন সিনড্রোম ভয়েস’-এর তৃতীয় সংখ্যার মোড়ক খুলেছেন ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ডাউন সিনড্রোম শিশুসহ সব প্রতিবন্ধী শিশুকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য তার। বুধবার (২১ মার্চ) বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব উল্লেখ করেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শরীরে ক্রোমোজমের একটি বিশেষ অবস্থার কারণে শিশুরা ডাউন সিনড্রোমের মতো প্রতিবন্ধকতার শিকার হয়। এ ধরণের শিশুকে অবহেলা না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের প্রতি যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে। ডাউন সিনড্রোম শিশুদের পিতামাতাকে সমর্থন ও সহযোগিতা করতে হবে।

ডাউন সিনড্রোম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় বুধবারের অনুষ্ঠানে দেশের আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ প্রকাশিত ‘ডাউন সিনড্রোম ভয়েস’-এর তৃতীয় সংখ্যার মোড়ক খোলা হয়েছে। ডাউন সিনড্রোম শিশুদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ রাজ্জাক। ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ. নাঈম, আমদা ইন্টারন্যাশনাল জাপানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর কাজুকো তাকেতানি প্রমুখ।

ঢাবি যোগাযোগ বৈকল্য বিভাগ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও আমদা বাংলাদেশের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। এর অংশ হিসেবে বুধবার সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন ঢাবি উপাচার্য।

/জেএইচ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া