X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চিকিৎসা নিতে বার্ন ইউনিটে ফিরেছে এ্যানী ও মেহেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ০৯:০৪আপডেট : ২২ মার্চ ২০১৮, ১০:১৮

এ্যানী ও মেহেদী, নেপাল থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার সময়ের ছবি চিকিৎসা নিতে ফের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ফিরে এসেছেন নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হয়ে আহত আলীমুন নাহার এ্যানী ও তার দেবর মেহেদী হাসান মাসুম। ওই একই দুর্ঘটনায় প্রাণ হারানো স্বজনদের জানাজা ও দাফনে অংশ নিতে হাসপাতাল থেকে ছুটি নিয়েছিলেন তারা। বার্ন ইউনিটের সমন্বয়ক ও নেপালে আহতদের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. সামন্ত লাল সেন এই দু’জনের ফিরে আসার তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, নেপালের বিমান দুর্ঘটনার পর ১৬ মার্চ দেশে আনা হয় মেহেদী, তার স্ত্রী সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদীর ভাবি এ্যানীকে। ওই দুর্ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে রয়েছেন তাদের স্বজনরাও। তাদের মরদেহ দেশে নিয়ে আসা হয় গত সোমবার (১৯ মার্চ)। তাদের জানাজা ও দাফনে অংশ নিতে ওই দিনই বার্ন ইউনিট ছেড়েছিলেন এই দু’জন। পরে মঙ্গলবার সন্ধ্যায় মেহেদী ও বুধবার দুপুরে এ্যানী ফিরে আসেন বার্ন ইউনিটে।
ইউএস বাংলার ১২ মার্চের ওই ফ্লাইটে নেপাল সফরে যাচ্ছিলেন আলীমুন নাহার এ্যানী, তার স্বামী প্রিয়ক, কন্যা প্রিয়ন্ময়ী তামাররা, প্রিয়কের মামাত ভাই মেহেদী হাসান মাসুম ও তার স্ত্রী সৈয়দা কামরুন নাহার স্বর্ণা। ওই ফ্লাইট বিধ্বস্ত হলে প্রিয়ক ও তামাররা নিহত হন। আহত হন মেহেদী, এ্যানী ও স্বর্ণা। তবে এ্যানীকে জানানো হয়নি যে তার স্বামী-সন্তান আর নেই।
সোমবার নিহত ২৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার পর এ্যানীকে বার্ন ইউনিট থেকে বাড়িতে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। ডা. সামন্ত লাল সেন জানান, স্বজনদের মরদেহ দেখানো এবং তাদের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য এ্যানী ও মেহেদীকে হাসপাতাল থেকে নিয়ে যান পরিবারের সদস্যরা। তাদের হাসপাতালে ফিরিয়ে দেওয়ার শর্তে বন্ড সই করেই বার্ন ইউনিট থেকে নিয়ে যাওয়া হয় তাদের।
মেহেদী ও এ্যানী ছাড়াও বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন শাহরিন আহমেদ, শাহীন ব্যাপারী, কবির হোসেন, কামরুন নাহার স্বর্ণা ও সৈয়দ রাশেদ রুবাইয়াত। এর মধ্যে শাহরিন আহমেদ ও শাহীন ব্যাপারীর অপারেশন হয়েছে বুধবার। শাহীন ব্যাপারির আরও অপারেশন লাগবে বলে জানানো হয়েছে। এর বাইরে কবির হোসেনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।

/এআইবি/টিওয়াই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা