X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে এখনও বাসা ভাড়া নিচ্ছে জঙ্গিরা

নুরুজ্জামান লাবু
২২ মার্চ ২০১৮, ১৩:৪৫আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৮:১০

জঙ্গি (প্রতীকী ছবি) আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে পড়া সক্রিয় জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা এখনও ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে বাসা ভাড়া নিচ্ছে। বাসা ভাড়া নেওয়ার জন্য শুধু জাতীয় পরিচয়পত্রই নয়, চাকরির নিয়োগপত্র বা ব্যবসায় প্রতিষ্ঠানের পরিচয়পত্র বানিয়ে বাড়িওয়ালাদের ধোঁকা দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন এলাকাতে চাইলেই পুরনো জাতীয় পরিচয়পত্র বানানো যায়। ফলে পুলিশের পক্ষ থেকে অপরাধী শনাক্ত করতে ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্র সংগ্রহের যে উদ্যোগ নেওয়া হয়েছে, জঙ্গি ও অপরাধী শনাক্তে তা বিশেষ একটা কাজে আসছে না বলে মনে করছেন জঙ্গি ও অপরাধ বিশ্লেষকরা।

তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়ার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের পাশাপাশি আরও কিছু বিষয়ে তারা জোর দিয়েছেন। একইসঙ্গে ভাড়াটিয়াদের বিষয়ে যে ডিজিটাল তথ্যভাণ্ডার করা হচ্ছে, তা শেষ হলে ভুয়া জাতীয় পরিচয়পত্র শনাক্ত করাও সহজ হয়ে যাবে। এছাড়া ভাড়াটিয়াদের কাছ থেকে জাতীয় পরিচয় নেওয়ার পাশাপাশি আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যা সন্দেহভাজন জঙ্গি বা অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিতে পারবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘ইতোমধ্যে প্রায় ২০ লাখেরও বেশি ভাড়াটিয়ার তথ্য সংরক্ষণ করা হয়েছে। এই তথ্যের মধ্যে জাতীয় পরিচয়পত্রের তথ্যও রয়েছে। একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে উঠান বৈঠকের মাধ্যমে বাড়িওয়ালাদের সচেতন করা হচ্ছে। জঙ্গি বা অপরাধীদের লক্ষণ কী হতে পারে সেসব বিষয়ে বলা হচ্ছে। ফলে এর ইতিবাচক ফল পাওয়া যাবে।’

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীতে এখনও ভুয়া পরিচয় দিয়ে জঙ্গিরা বাসা ভাড়া নিয়ে অবস্থান করছে। তবে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে জঙ্গিরা আগের চেয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করছে। বিশেষ করে ভাড়াটিয়া ফরম পূরণ এবং জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে তারা কৌশল অবলম্বন করছে। ভুয়া পরিচয়পত্র তৈরি করে ভাড়াটিয়া ফরমে ভুল তথ্যও সংযোজন করে দিচ্ছে। অভিভাবক হিসেবে এমন লোকজনের নাম বা মোবাইল নম্বর দিচ্ছে, যারা সংগঠনেরই সদস্য এবং অন্য কোনও এলাকায় থাকে।

গত কয়েক বছরে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে জঙ্গিদের ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে বাসা ভাড়া নেওয়ার অনেক নজির দেখা গিয়েছে। সর্বশেষ চলতি বছরের ১২ জানুয়ারি তেজগাঁও নাখালপাড়ার জঙ্গি আস্তানায় র‌্যাব যে অভিযান চালায়, সেই বাসার বাড়িওয়ালার কাছ থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্রগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে বাংলাদেশে সক্রিয় দুই জঙ্গি গোষ্ঠী নব্য জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার আল ইসলাম তাদের সদস্যদেরও বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে বলেছে। বিশেষ করে বাড়িওয়ালার সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি এবং ভুয়া যেসব কাগজপত্র তৈরি করা প্রয়োজন তা যেন একটির সঙ্গে আরেকটির মিল থাকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা বাড়িওয়ালাদের ভুয়া পরিচয়পত্রের বিষয়ে সজাগ থাকার পাশাপাশি ভাড়াটিয়া পেশাজীবী হলে প্রতিষ্ঠানে ফোন করে বা সশরীরে গিয়ে খোঁজ নেওয়া, কলেজ-বিশ্ববিদ্যালয় হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফোন করে খোঁজ নেওয়া, স্থায়ী ঠিকানা সংরক্ষণ এবং প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধির মোবাইল নম্বর নিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করতে পরামর্শ দিচ্ছেন। এছাড়া ভাড়াটিয়াদের আচরণ এবং চলাফেরার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা, তারা প্রতিদিন কখন বাসা থেকে বের হচ্ছে, কখন ফিরছে, অপরিচিত লোকজনের যাতায়াত আছে কিনা, ভাড়াটিয়ারা প্রতিবেশীদের সঙ্গে মেশে কিনা এবং প্রয়োজনে ভাড়াটিয়ার বাসার অভ্যন্তরে প্রবেশ করে কোনও সন্দেহজনক কিছু আছে কিনা তা খোঁজ রাখার পরামর্শ দিচ্ছেন।

এদিকে সিটিটিসির কর্মকর্তারা বলছেন, রাজধানী ঢাকায় এখন জঙ্গিদের বাসা ভাড়া নেওয়া অনেক কঠিন হয়ে গেছে। হোলি আর্টিজানের পর ধারাবাহিক অভিযানে জঙ্গিরা রাজধানী ছেড়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এখন ঢাকার উপকণ্ঠসহ মফস্বল শহরে খুব অল্প সংখ্যক কিছু জঙ্গি আস্তানা গেড়ে আছে বলে তাদের ধারণা। তবে তাদের তেমন হামলা করা বা সংগঠিত হওয়ার সক্ষমতা আর আগের মতো নেই।

 

/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা