X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

উন্নয়নের ছোঁয়া কওমি মাদ্রাসাতেও এসেছে: ফরীদ উদ্দীন মাসঊদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১৯:৪৬আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৯:৪৬

ফরীদ উদ্দীন মাসঊদ (ফাইল ছবি) স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। একই সঙ্গে তিনি উন্নয়নের ছোঁয়া কওমি মাদ্রাসাতেও এসেছে বলেও মন্তব্য করেন। বৃহস্পতিবার (২২ মার্চ) এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের যে জোয়ার সৃষ্টি করেছেন এর প্রবাহ ছুঁয়ে গেছে আমাদের কওমি মাদ্রাসাতেও। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একসেস টু ইনফরমেশন হাজার হাজার কওমি শিক্ষার্থী ও আলেমদের প্রশিক্ষণ দিয়েছে। এভাবে মেধা বিকশিত করার পথ সুগম হয়েছে।’
উন্নয়নের রূপকল্পে তুলে আনার জন্যই কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সনদের স্বীকৃতি প্রদান করেছেন প্রধানমন্ত্রী উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, ‘সনদের স্বীকৃতি নিয়ে প্রধানমন্ত্রীর কথা কওমি মাদ্রাসা অঙ্গন কখনও ভুলতে পারবে না। বছরের পর বছর ঝুলে থাকা এই কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতি স্বপ্ন ছিলো।’
মাসঊদ আরও বলেন, ‘উন্নয়নশীলন দেশে উত্তীর্ণ হওয়ায় সত্যিই আমরা গর্ববোধ করছি। আমরা বাঙালি-মুসলমান কাজে, দক্ষতায় আর পরোপকারে সবাইকে ছাড়িয়ে যেতে চাই। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশের সর্বত্র কাজে যুক্ত করতে পারলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।’

যুদ্ধাপরাধী-রাষ্ট্রদ্রোহী শক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি সবসময় বাংলাদেশকে পেছনে ফেলে রাখতে চায়। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ইসলামের নাম ভাঙিয়ে ক্ষমতায় যেতে চায়। এ দেশের মানুষ আর যুদ্ধাপরাধী শক্তিকে পছন্দ করে না।’

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা