X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢামেকে চিকিৎসাধীন শিশুসন্তান, সহায়তা চান বাবা

তাসকিনা ইয়াসমিন
২৩ মার্চ ২০১৮, ০২:২৪আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০২:৩২

ঢামেকে তানিয়ার সঙ্গে তার মা-বাবা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছে সাত মাসের শিশু তানিয়া আক্তার। তার চিকিৎসার জন্য হাসপাতালে মানুষজনের কাছে সাহায্য চাইছেন বাবা মো. ছলেমান মিয়া।

পেশায় হকার এই বাবা মেয়েকে নিয়ে হাসপাতালে পড়ে থাকায় উপার্জনের পথও বন্ধ। পরিবার কীভাবে চলবে তা নিয়ে উদ্বিগ্ন তিনি। চিকিৎসকরা বলছেন, নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ফ্রি চিকিৎসা হবে মেয়েটির। গত ৩ মার্চ থেকে মেয়েটিকে নিয়ে ঢাকা মেডিক্যালে আছেন ছলেমান মিয়া।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আমি গাজীপুরে পপকর্ন বিক্রি করতাম। আমার তিন ছেলে মেয়ে, তুহিন (১৪) ও  তামিম (৬) এবং তানিয়া (৭ মাস)। ছোট মেয়েটার জন্মের পর দেখি ওর ঠোঁট কাটা। এরপর ওকে প্রথম দিনই নোয়াখালী মেডিক্যালে নিয়ে গেছি। সেখানকার চিকিৎসকরা বলেছেন, ৬-৭ মাস পরে আসবেন। আমি অনেক দিক ঘুরে ঢাকা মেডিক্যালে গত ৩ মার্চ মেয়েকে ভর্তি করেছি।’

তিনি বলেন, ‘প্রথমে ঢাকায় ওকে আমি কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাই, এরপর সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে পাঠায়। সবশেষে ঢাকা মেডিক্যালে আসি। এখানে প্রথমদিন পাঁচ ঘন্টা বহির্বিভাগে কেটেছে। পরে টিকেট কেটে আমার মেয়েকে পাঁচ তলায় ভর্তি নিয়েছে। এখন আমার হাতে একটা টাকাও নাই। আল্লাহ ছাড়া সাহায্য করার আর কেউ নেই।’

তিনি বলেন, ‘হাসপাতালে কত টাকা খরচ হবে তার কিছুই জানি না। হাসপাতাল থেকে মেয়ের জন্য খাবার দেয় কিন্তু আমরা স্বামী-স্ত্রী থাকি আমাদের জন্য তো কোনও খাবার দেয় না। আমি কোনও আয়ও করতে পারছি না। এতে আমরা খুব বিপদে আছি।’

এ প্রসঙ্গে বার্ন ইউনিটের ক্লেফট কো-অর্ডিনেটর ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান বলেন, ‘আমরা চিকিৎসকরা রোগীদের ব্যক্তিগতভাবে অনেক সহায়তা করে থাকি। এগুলো সবসময় গণমাধ্যমে আসে না। এই শিশুর চিকিৎসা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ফ্রি করা হবে। তার সঙ্গে আমাদের টানা ১৩-১৪ বছর পর্যন্ত যোগাযোগ থাকবে।’

তিনি বলেন, ‘শিশুটির মা-বাবা যদি আর্থিক অস্বচ্ছলতা বা অন্য কোনও অসুবিধায় ভোগেন, তারা তা আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সমাধান করার।’

তিনি জানান, শিশুটির শিগগিরই অপারেশনের তারিখ দেওয়া হবে। অভিজ্ঞ সার্জনের মাধ্যমে তার অপারেশন করা হবে।

ছলেমান মিয়ার পরিবারকে সহায়তা করতে চাইলে তার মোবাইল বিকাশ নম্বর: ০১৬১৮৫৩২৫৩৬.

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়