X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

টিটুলিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় সাইক্লিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইউনিভার্সিটি কলেজ লন্ডন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ মার্চ ২০১৮, ০৯:৩৯আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০৯:৫৬

টিটুলিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরা যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘টিটুলিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় সাইক্লিং প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন। এ ছাড়া এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের একটি দলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (২১ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পশ্চিম লন্ডনের হিলিংডন সাইক্লিং সার্কিটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আন্তঃবিশ্ববিদ্যালয় সাইক্লিং প্রতিযোগিতায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশ নেন বলে জানানো হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করার সুযোগ। স্বতন্ত্র টাইম ট্রায়াল, টিম টাইম ট্রায়াল, ক্রাইটেরিয়ন এবং একটি চূড়ান্ত দুই ল্যাপের স্প্রিন্টের ভিত্তিতে সামগ্রিকভাবে বিজয়ীদের বাছাই করা হয়।
প্রতিযোগিতার একটি মুহূর্ত ‘টিটুলিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় সাইক্লিং প্রতিযোগিতা’য় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কিংস কলেজ, ইমপেরিয়াল কলেজ, বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রি, সেন্ট জর্জ’স ইউনিভার্সিটি ও ব্রুনেল ইউনিভার্সিটি।
এই প্রতিযোগিতার সাফল্যের কথা জানিয়ে টিটুলিয়ার একজন মুখপাত্র বলেন, ‘এই প্রতিযোগিতা ছিল একটি সফল আয়োজন। এতে অংশ নেওয়া প্রতিযোগীদের উৎসাহ-উদ্দীপনা এটাই প্রমাণ করে যে এ ধরনের সাইক্লিং প্রতিযোগিতার চাহিদা নিশ্চিতভাবেই রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা তাই আগামী বছরের জন্য অপেক্ষা করছি। আমরা আশা করছি, পরবর্তী আয়োজনে যুক্তরাজ্যের আরও অনেক এলাকার বিশ্ববিদ্যালয়কে এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করতে পারব।’
টিটুলিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেন সাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই প্রতিযোগিতার পাশাপাশি এলএসই সাইক্লিং ক্লাবকে পৃষ্ঠপোষকতা করে আসা ‘টিটুলিয়া’ বরাবরই স্বাস্থ্যকর জীবনধারাকে উৎসাহিত করে আসছে। অ্যাথলেট ও বিভিন্ন ধরনের খেলোয়াড়দের সঙ্গে কাজ করে ‘টিটুলিয়া’ বিভিন্ন শক্তিবর্ধক পানীয়ের বিকল্প হিসেবে ‘এনার্জি টি’ও তৈরি করেছে।
বাংলাদেশের কাজী অ্যান্ড কাজী টি’র উৎপাদিত ‘টিটুলিয়া’ ব্র্যান্ডের এই অর্গানিক চায়ের নামকরণ করা হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নামে। মার্কিন কৃষি দফতরের ন্যায্য বাণিজ্য সনদপ্রাপ্ত একটি বাগানে তিন হাজার একরেরও বেশি জায়গাজুড়ে এই চা উৎপাদিত হয়। এটি বিশ্বের বৃহৎ অর্গানিক চা বাগানগুলোর অন্যতম।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক