X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢামেক মর্গে হাসানের লাশ, সহযোগীদের খুঁজছে পুলিশ

নুরুজ্জামান লাবু
২৩ মার্চ ২০১৮, ২২:১৪আপডেট : ২৪ মার্চ ২০১৮, ০৮:৫৫

‘বন্দুকযুদ্ধে’ নিহত হাসান রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের ৬০ ফুট ভাঙা ব্রিজের কাছে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হাসানের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে। শুক্রবার (২৩ মার্চ) পরিবারের সদস্যরা কেউ তার খোঁজ নিতে মর্গে যায়নি। তবে পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে।

এদিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা হাসানের সহযোগী মানিকসহ অন্যদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। শুক্রবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য কাউকে গ্রেফতারের কথা জানা যায়নি।

অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাতে গিয়ে ডিবির ইন্সপেক্টর জালাল উদ্দিন ওরফে জাহাঙ্গীর হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় হাসান।

এর আগে গত ১১ জানুয়ারি মিরপুরের মধ্য পীরেরবাগের একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে দুই সার্জেন্ট মামুনুর রশীদ ও সোহেল রানার ব্যবহার করা সরকারি দুটি অস্ত্র চুরি হয়। এ ঘটনার প্রায় আড়াই মাস পর চুরি হওয়া ওই পিস্তল দুটি উদ্ধার করতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ। গত ১৯ মার্চ রাতে পীরেরবাগের ১০৫১এ নম্বর বাড়ির দোতলার ছাদের টিনশেড বাসায় যান পরিদর্শক জালাল উদ্দিন ওরফে জাহাঙ্গীর। কিন্তু অভিযান চালানোর আগে বাসাটি রেকি করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) সিনিয়র সহকারী কমিশনার শাহাদাত হোসেন সুমা বলেছেন, ‘হাসানের সহকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তার সঙ্গে আর কারা ছিল তাদের শনাক্তের পর গ্রেফতার করা হবে।’

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন— ‘হাসানের অন্যতম সহযোগী মানিকের বিষয়েও তারা কিছু তথ্য পেয়েছেন। পরিদর্শক জালাল হত্যাকাণ্ডের সময় মানিক ওই বাসার ছাদে একসঙ্গে বসেছিল। এছাড়া তাদের আরও কয়েকজন সহযোগী আছে। তারা মূলত সংঘবদ্ধভাবে বিভিন্ন বাসার গ্রিল কেটে চুরি করতো। এই গ্রুপের সব সদস্যদের ধরতেই অভিযান চালানো হচ্ছে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসানের বাবা মৃত আব্দুল মান্নান, মায়ের নাম রহিমা বেগম। তাদের গ্রাম ভোলা সদরের দুই নম্বর ওয়ার্ডের বাপতা ফলপান বাড়িতে। প্রায় ৩০ বছর ধরে তার পরিবারের সদস্যরা উত্তর পীরেরবাগের কামালের দোকানের মোড় এলাকার একটি বাসায় থাকতো। সেখানেই হাসানের জন্ম ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই সে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মিরপুর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। মূলত মিরপুর ও এর আশেপাশের এলাকায় হাসান গ্রিল কেটে চুরি করতো।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, ‘বন্দুকযুদ্ধে’ নিহত হাসানের লাশের কাছ থেকে দুই সার্জেন্টের চুরি হওয়া সরকারি অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আরেকটি অবৈধ অস্ত্র উদ্ধার হয়।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা