X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৭ মার্চের ভাষণ নিয়ে রচনা প্রতিযোগিতায় ২০ শিক্ষার্থী পুরস্কৃত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৭:৩৩আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৭:৩৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে আয়োজিত রচনা লেখা প্রতিযোগিতায় স্কুল পর্যায় থেকে ১০ এবং কলেজ পর্যায় থেকে ১০ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। শনিবার দুপুরে আইডিয়াল কলেজ মিলনায়তনে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের ক্রেস্ট, ২০ হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হয়।

বিজয়ী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট সারা দেশের স্কুল ও কলেজ পর্যায়ে মোট ৩ হাজার ৬০০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর কাছে রচনা আহ্বান করেছিল ধানমন্ডি আইডিয়াল কলেজ। এ প্রতিযোগিতায় অংশ নেয় ৭০০ জন শিক্ষার্থী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান। বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষণ আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই ভাষণের তাৎপর্য অনেক। এটার ওপর রচনা লেখা সোজা কথা নয়। তবুও যারা লিখেছে এবং বিজয়ী হয়েছে, তারা সাধারণ নয় অসাধারণ শিক্ষার্থী। তারা মেধা ও মনন দিয়ে রচনা লিখে তা প্রমাণ করেছে।’

দেশে প্রশ্নপত্র ফাঁসের মহামারী সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা পরীক্ষাকে ভয় পায় তারাই ফাঁস হওয়া প্রশ্ন খোঁজে। শিক্ষকরা যদি ক্লাসে সঠিকভাবে পড়াতেন, তাহলে প্রশ্ন ফাঁসের ছোবল থেকে দেশকে রক্ষা করা সম্ভব হতো।’

কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন বলেন, ‘এরইমধ্যে ৭ মার্চ দেওয়া বঙ্গবন্ধুর ভাষণটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। ফলে এই ভাষণকে নতুনভাবে উজ্জীবিত করতে শিক্ষার্থীদের নিয়ে আমরা এ প্রতিযোগিতা আয়োজন করেছি। আগামীতে আবারও এমন নানা জাতীয় ইস্যুতে রচনা প্রতিযোগিতার আয়োজন করবো।’

স্কুলপর্যায় থেকে অংশ নেওয়া রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফাহমিদা সুলতানা নাজনীন। এছাড়া কলেজ পর্যায় থেকে এ প্রতিযোগিতায় প্রথম হয়েছে আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শেখ মো. আরিফুল ইসলাম বিজয়।

এর আগে ধানমন্ডি আইডিয়াল কলেজের অর্ধশত বছর পূর্তি হওয়ায় ‘চেতনা’ নামে একটি কলেজ বার্ষিকীর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ রেজাউল রহমান।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ