X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চসিক ও কেসিসির দুই ওয়ার্ডের নির্বাচনের ফল ঘোষণা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মার্চ ২০১৮, ০৫:৪৯আপডেট : ৩০ মার্চ ২০১৮, ০৭:৪২

খুলনায় ফল ঘোষণার পর কাউন্সিলরের সমর্থকদের উল্লাস চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গোসাইলডাঙ্গা ওয়ার্ড এবং খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাতেই বেসরকারিভাবে ওয়ার্ড দুটির বিজয়ী ঘোষণা করা হয়।

চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর উপ-নির্বাচনের বেসরকারি ফলে জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টায় এ ফল ঘোষণা করেন রির্টানিং অফিসার মো. শহীদুল ইসলাম।

জাহাঙ্গীর আলম চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরশেদ আলী থেকে ৯ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। জাহাঙ্গীর আলম ঘুড়ি প্রতীকে ২ হাজার ৮৬৪টি ভোট পেয়েছেন, যেখানে মোরশেদ আলম লাটিম প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট।

এবার নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অপর চার প্রার্থীর মধ্যে টিফিন ক্যারিয়ার প্রতীকে বিবি মরিয়ম পেয়েছেন ২ হাজার ৫৮ ভোট, ঠেলাগাড়ি প্রতীকে মো. ইকবাল শরীফ পেয়েছেন ২ হাজার ৫৭২ ভোট, ব্যাডমিন্টন প্রতীকে মো.  শাকের পেয়েছেন ৩৩ ভোট এবং রেডিও প্রতীকে সৈয়দ নুর নবী পেয়েছেন ৯২৩ ভোট।

মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনে ৩৩ হাজার ৫৪৪ ভোটের বিপরীতে ১২ হাজার ৪১৫ ভোটার ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ৩৪ দশমিক ০৩ শতাংশ। এর মধ্যে ১১০টি ভোট বাতিল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১টার দিকে বারিক মিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে বিবি মরিয়মের সমর্থকরা তাণ্ডব চালায়। তারা ১৫-১৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ধারালো অস্ত্র নিয়ে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রধান নির্বাচনী অফিসে ভাংচুর করে। বাধা দিলে ৩-৪ জনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা। আহতরা হলেন, হাড্ডি শাহ মাজারের খাদেম একেএম আবুল কাশেম, মো. জহির ও মো. জুয়েল।

নগর পুলিশের এক কর্মকর্তা জানান, বিভিন্ন ভোটকেন্দ্রে উত্তেজনা দেখা দিলেও পুলিশের সতর্ক অবস্থানের কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ১৩ জনকে আটকের তথ্য দিয়েছেন বন্দর থানার ওসি ময়নুল ইসলাম।

খুলনা প্রতিনিধি জানান, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে ৪ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মিজানুর রহমান মিজা তরফদার পেয়েছেন ৩ হাজার ১৫২ ভোট।

কাউন্সিলর শেখ শওকত আলী গত ১৪ ডিসেম্বর মারা যান। এতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হলো।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা