X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সুযোগ রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৮, ১৩:১০আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৭:১৩

খালেদা জিয়া (ফাইল ছবি) কারাবিধি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। তবে এ বিষয়ে চিকিৎসকদের পরামর্শ এবং খালেদা জিয়া ও তার স্বজনদের মতামতের প্রয়োজন হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৩০ মার্চ) দুপুরে বাংলা ট্রিবিউনকে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এসব কথা বলেন। এর আগে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান সরকারের প্রতি।

ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হলে প্রথমেই তিনি অসুস্থ কিনা, সেটা চিকিৎসকরা পর্যবেক্ষণ করবেন। চিকিৎসকরা যদি মনে করেন তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো দরকার, সেক্ষেত্রে চিকিৎসকরা তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারবেন। রোগী নিজেই যাবেন কিনা বা তার আত্মীয়-স্বজন খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাবেন কিনা, সেই সিদ্ধান্তেরও প্রয়োজন হবে।’

এই আইনজীবী আরও বলেন, ‘স্বজনদের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হলে কারাবিধি অনুযায়ী আবেদনের সুযোগও রয়েছে। সেক্ষেত্রে চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। তারপর কারাবিধি অনুসরণ করে তাকে বিদেশে পাঠানো হবে কিনা, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে।’

এদিকে খালেদা জিয়া ‘অসুস্থ’ হলে তার সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রয়োজন হলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়েও চিকিৎসা করানো হবে বলে জানান তিনি। শুক্রবার (৩০ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভাশেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব জোর গলায় খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তিনি (খালেদা জিয়া) যদি সত্যিই অসুস্থ হয়ে থাকেন, তার অসুস্থতার ধরন অনুযায়ী সুচিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। দেশে যদি তার সুচিকিৎসা নিশ্চিত করা যায়, তাহলে দেশেই চিকিৎসা করা হবে। আর যদি মেডিক্যাল বোর্ড মনে করে তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দরকার, প্রয়োজনে সেই ব্যবস্থাও করা হবে।’

এর আগে সকালে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সুনির্দিষ্টভাবে বলেছি, তার নিঃশর্ত মুক্তি চাই, যাতে করে দেশে বা বিদেশে তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত হয়। তার জামিন হয়ে গেছে। এখন তাকে মুক্তি দেওয়া হোক।’

জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতি মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর সাজা হয় গত ৮ ফেব্রুয়ারি। ওইদিন বিকাল থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

 

/বিআই/এনআই/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা