X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে’

আমানুর রহমান রনি
৩০ মার্চ ২০১৮, ২৩:৩১আপডেট : ৩০ মার্চ ২০১৮, ২৩:৩৬





আদালত থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়িতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা যেমন ছিল, কারাগারে তার চেয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন কারা চিকিৎসক। তিনি সুস্থ আছেন; তাকে বিদেশে পাঠানোর দরকার নেই বলেও জানিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।
শুক্রবার (৩০ মার্চ) বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মেডিক্যাল অফিসার মো. মাহমুদুল হাসান শুভ খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।
মো. মাহমুদুল হাসান বলেন, ‘খালেদা জিয়ার কোনও অসুস্থতা নেই। তার সবকিছুই স্বাভাবিক রয়েছে। তিনি বর্তমানে কোন ওষুধও খাচ্ছেন না। আমরা চেকআপ করে তার কোনও অসুস্থতা পাইনি।’
বিএনপির পক্ষ থেকে গত শনিবার (২৪ মার্চ) খালেদা জিয়াকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার অনুরোধ জানানো হয়।
খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে মো. মাহমুদুল হাসান বলেন, ‘কারা কী বললো সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে তাকে (খালেদা জিয়া) বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার মতো কোনও অবস্থার সৃষ্টি হয়নি।’ খালেদা জিয়ার রক্তচাপ, সুগার সব ঠিক আছে বলেও তিনি মন্তব্য করেন।
কারাগারের এই মেডিক্যাল অফিসার বলেন, ‘তিনি বাইরে যে শারীরিক অবস্থায় ছিলেন, বর্তমানে তার চেয়ে ভালো আছেন।’
অপর এক কারা চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার জন্য ২৪ ঘণ্টা কারাগারে একজন চিকিৎসক থাকেন। রাতে কেবল তার জন্যই একজন চিকিৎসক কারা ফটকের একটি কক্ষে ঘুমান। তার পাশের রুমেই একজন নার্স থাকেন সারাক্ষণ। চিকিৎসক ও নার্স খালেদা জিয়ার জন্য ২৪ ঘণ্টা থাকেন।’ কারাগারের ভেতর নিয়মিত খালেদা জিয়া হাঁটাচলা করেন বলেও জানান তিনি।
জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলার রায়ে খালেদা জিয়ার পাঁচ বছর সাজা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ওই রায় ঘোষণার দিন বিকাল থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি।
গত শনিবার বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসার অনুরোধ জানান।
এর জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ হলে তার সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়েও চিকিৎসা করানো হবে।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা