X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘রাজীব বাঁচবে তো?’

তাসকিনা ইয়াসমিন
০৫ এপ্রিল ২০১৮, ১৯:০৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ২১:১৯

 

আহত রাজীবের পাশে খালা জাহানারা দুই বাসের চাপে হাত হারানো রাজীব হোসেনের শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তার খালা জাহানারা বেগম। তিনি বলেন,  ‘যত সময় যাচ্ছে, রাজীবের শারীরিক অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে। ওকে নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। ওর রক্তক্ষরণ থামছেই না। চিকিৎসকরাও ওর অবস্থা নিয়ে দুশ্চিন্তায় আছেন। এখন আমাদের একটাই প্রশ্ন, রাজীব বাঁচবে তো?’ আর রাজীব এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. শামসুজ্জামান শাহীন।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাজীব হোসেনকে দেখতে গিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর আগে বিআরটিসি বাস কর্তৃপক্ষ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়। এই অর্থ তারা  রাজীবের খালা জাহানারা বেগমের হাতে তুলে দেন। তবে, ‘স্বজন’ বাস কর্তৃপক্ষ এখনও রাজীবের কোনও খোঁজ নেয়নি বলে জানান তার মামা জাহিদুল ইসলাম।

গত ৩ এপ্রিল রাজধানীর পান্থপথে দুই বাসের চাপে রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে দ্রুত শমরিতা হাসপাতালে নিয়ে আসে। গতকাল সেখানে তার বিল বলা হয় ১ লাখ ২৬ হাজার টাকা। ওই হাসপাতালে বিলের অঙ্ক বেড়ে যাচ্ছে বুঝতে পেরে স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ  প্রসঙ্গে রাজীবের মামা জাহিদুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আমার ভাগ্নে পুরো একদিনও ছিল না কিন্তু হাসপাতালে ১ লাখ ২৬ হাজার টাকার বিল এসেছে। আমি নিজে ওর জন্য ১৭ হাজার টাকার ওষুধ কিনেছি। এত টাকা আমাদের হাতে না থাকায় আমরা টাকা পরিশোধ করতে পারিনি। তবে, এই টাকা দেবো বলে লিখিত বন্ড দিয়ে এসেছি।’

শমরিতা হাসপাতালের বিল এত বেশি এলো কীভাবে, সে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একইসঙ্গে তিনি এই বিল পরিশোধ করে দেবেন বলেও জানান। এ সময় রাজীব সুস্থ হয়ে উঠলে তাকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাসও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘সুস্থ হলে তার কৃত্রিম হাত প্রতিস্থাপন করা হবে।’ তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত শমরিতা হাসপাতালের বিল পরিশোধ হয়নি বলে জানিয়েছেন জাহিদুল ইসলাম।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ এর সামনে উৎকণ্ঠিত অবস্থায় বসা রাজীব এর স্বজনরা

এর আগে বুধবার রাজীবকে কেন দুই বাসের মালিকের পক্ষ থেকে এক কোটি টাকা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এ প্রসঙ্গে তার মামা জাহিদুল ইসলাম বলেন, ‘এই তথ্য আমরা শুনেছি। কিন্তু কীভাবে টাকা হাতে পাবো জানি না। কেউ আমাদের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করেনি।’

এদিকে, রাজীবের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. শামসুজ্জামান শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার হাতে আরও দুই-তিন বার অপারেশন করা হবে। সকালে সিটি স্ক্যান করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। মাথার সামনের অংশ ফুলে  গেছে। তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন।’

রাজীবের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের অন্য সদস্যরা হলেন নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসিত চন্দ্র সরকার, মেডিসিন বিভাগের অধ্যাপক মজিবুর রহমান, অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোজাফফর হোসেন, অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক ও অধ্যাপক আবুল কালাম ও অর্থপেডিক বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান