X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৬:৫৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৯:১৩





কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে রবিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের পদযাত্রা শুরু হয়। পরে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে পদযাত্রাটি শাহবাগ মোড়ে আসে। এরপর বিকাল ৩টা থেকে সেখানেই অবস্থান করছে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ কর্মসূচিতে অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। তারা রাস্তায় অবস্থান নেওয়ায় শাহবাগ মোড়কে ঘিরে চারপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারী উজ্জ্বল মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা দিয়েছেন কোটা পূর্ণ না হলে মেধাবীরা সেখানে সুযোগ পাবেন। কিন্তু কয়েকদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে কোটা থেকে কোটা পূর্ণ করা হবে। অর্থাৎ নারী কোটা ও জেলা কোটা দিয়ে কোটা পূর্ণ করা হবে। আমাদের দাবি হলো কোটা সংস্কার করতে হবে। বিকাল ৫টায় সংসদে অধিবেশন বসার কথা রয়েছে। আমরা সংসদ থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত চাই।’
আন্দোলনরত আরও কয়েকজন শিক্ষার্থী বলেন, চাকরিতে কোটা সব মিলিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি করছি আমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

/আরএআর/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা