X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘লাইনম্যান’ নামধারী চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে হকারদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৯:৪৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৯:৪৯

‘লাইনম্যান’ নামধারী চাঁদাবাজদের গ্রেফতার করে অবৈধ চাঁদাবাজি বন্ধ করাসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হকার্স ফেডারেশন। রবিবার (৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

চাঁদাবাজদের গ্রেফতার দাবিতে মানববন্ধন মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সরকার গরিববান্ধব সরকার। তিনি দরিদ্র হকারদের জন্য একনেক সভায় সিদ্ধান্ত দিয়ে হকার্সদের পুনর্বাসন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।’

সভাপতির বক্তব্যে এম এ কাশেম বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হকারদের জন্য কাগজে-কলমে অনেক ভালো ভালো সিদ্ধান্ত দিয়েছেন কিন্তু সেগুলো বাস্তবায়নে গড়িমাসি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী হকারদের পুনর্বাসন না করা হলে আগামী মাসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে সিটি করপোরেশনের করা মামলার আসামিসহ সব লাইনম্যান নামধারীদের গ্রেফতার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাই।’

হকারদের পক্ষ থেকে যে দাবিগুলো তুলে ধরা হয় তার মধ্যে রয়েছে - একনেক সভার সিদ্ধান্ত ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক হকার্স পুনর্বাসন না করা পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখা, হকারদের আইনের আওতায় নেওয়ার জন্য নীতিমালা প্রণয়ন করা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তালিকাভুক্ত হকারদের আইডি কার্ড দেওয়া, মেয়র সাঈদ খোকনের ঘোষণা ও ডিএসসিসি’র সভার সিদ্ধান্ত অনুযায়ী হকারদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে প্রেরণ করাসহ দেশে চাকরির ব্যবস্থা করা, হকারদের ঋণ দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক অনুমোদিত ৯ কোটি ৯৮ লাখ টাকার প্রকল্পটি অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃক হকারদের জন্য বরাদ্দকৃত জমিগুলির দখল অবিলম্বে বুঝিয়ে দেওয়া।

বাংলাদেশ হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন উর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- মেজর (অব.) অহিদুজ্জামান লেলিন, জাহাঙ্গীর জমাদার, বাংলাদেশ হকার্স ফেডারেশনের কেন্দ্রীয় নেতা শেখ মোফাজ্জল হোসেন, আবুল বাছের মোল্লা, সৈয়দুর রহমান, ফুলমিয়া, মো. কাইয়ুম, দেলোয়ার, মমিন, রতন মিরু, হেমায়েত, আলাউদ্দিন ও জাতীয় হকার্স লীগের শেখ মো. সোহেল, আ. ছাত্তার, আল-আমিনসহ প্রমুখ।

/এসও/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক