X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষক সমিতির একাত্মতা

ঢাবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ১৫:০৩আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৫:০৫

ঢাবি শিক্ষক সমিতির নেতারা (ছবি: বাংলা ট্রিবিউন) সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ঢাবি শিক্ষক সমিতি। বুধবার (১১ এপ্রিল) দুপুরে সংগঠনের নেতারা সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দেন।

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন, ‘আমরা ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে সাধুবাদ জানান। কোটা সংস্কারের বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। সরকারের পক্ষ থেকে কোটা সংস্কারের বিষয়ে ইতিবাচক সাড়া মিলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন কোটা সংস্কারের ঘোষণা তা বলতে পারি না, তবে খুব দ্রুত কোটা সংস্কার বিষয়ে বক্তব্য রাখবেন তিনি।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানান অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, ‘যেসব শিক্ষার্থীকে আটক করা হয়েছে, তারা ইতোমধ্যে মুক্তি পেয়েছে। আর তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা যোগাযোগ করবো।’

ঢাবি শিক্ষক সমিতির নেতারা (ছবি: বাংলা ট্রিবিউন) এ সময় আরও ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ প্রমুখ।

এদিকে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ, মিছিল ও স্লোগানের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, কোটা সংস্কার বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়