X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ভুল হলে তোমরা আমাদের ক্ষমা করে দিও, আমরাও তোমাদের ক্ষমা করে দিয়েছি’

ঢাবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ১৫:০৭আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৫:০৯

রাজু ভাস্কর্যের পাদদেশে বক্তব্য রাখছেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল (ছবি: বাংলা ট্রিবিউন) ‘আমরা শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে বলছি, আমাদের ভুল হতে পারে। তোমাদেরও ভুল থাকতে পারে। কোথাও ভুল হলে তোমরা আমাদের ক্ষমা করে দিও, আমরাও তোমাদের ক্ষমা করে দিয়েছি’— বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। বুধবার (১১ এপ্রিল) দুপুরে ঢাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণার পর তিনি এসব কথা বলেন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানান অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, ‘যেসব শিক্ষার্থীকে আটক করা হয়েছে, তারা ইতোমধ্যে মুক্তি পেয়েছে। আর তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা যোগাযোগ করবো।’

শিক্ষার্থীদের এই আন্দোলনকে সাধুবাদ জানান ঢাবি শিক্ষক সমিতির সভাপতি। তিনি জানান, কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের। সরকারের পক্ষ থেকে কোটা সংস্কারের বিষয়ে ইতিবাচক সাড়াও পেয়েছে সমিতি। তার ভাষ্য, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন কোটা সংস্কারের ঘোষণা তা বলতে পারি না, তবে খুব দ্রুত কোটা সংস্কার বিষয়ে বক্তব্য রাখবেন তিনি।’
এ সময় আরও ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ প্রমুখ।

এদিকে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ, মিছিল ও স্লোগানের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, কোটা সংস্কার বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন