X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাসের ধাক্কায় থেঁতলে গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ১৬:১০আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৭:২১

দুর্ঘটনায় রুনী আক্তারের পায়ের হাঁটুর মাংস থেঁতলে ও উঠে যায় রাজধানীর ফার্মগেটে বাসের চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তার ডান পাত থেঁতলে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বাসচালক ও বাসটিকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনের বটগাছের নিচের ফুটপাতে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হক।
আহত শিক্ষার্থীর নাম রুনী আক্তার (২৬)। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) এমবিএ’র শিক্ষার্থী। এমবিএ পড়ার পাশাপাশি তিনি তেজগাঁওয় রেলগেট এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
জানা গেছে, বুধবার সকালে জিগাতলার ট্যানারি মোড়ের বাসা থেকে অফিসের পথে রওনা হয়েছিলেন রুনী। ফার্মগেটে পৌঁছালে বাসটি তাকে চাপা দেয়।
রুনী আক্তারকে ধাক্কা দেওয়া বাস আহত রুনী আক্তারের বাবা রফিকুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে রুনীর মোবাইল থেকে একজন পথচারী আমাকে ফোন দেন। তিনি জানান, আমার মেয়ে আহত হয়ে ফুটপাতে পড়ে আছে, তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে। পথচারীরাই তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। পরে আমরাও পঙ্গু হাসপাতালে যাই।’
রফিকুল আলম বলেন, ‘রুনীর ডান পা বাসের চাপে ফুটপাতের সঙ্গে আটকে ছিল। পুরো পায়ের মাংস থেঁতলে গেছে, মাংস উঠে গেছে। ফুটপাতের সঙ্গে ওর পায়ের মাংস লেগে ছিল।’ পঙ্গু হাসপাতালে রুনী চিকিৎসাধীন বলে জানান তিনি।
এসআই এমদাদ হক বলেন, ‘বাস ও বাসের চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রুনী আক্তার দ্বিতীয়। তার বাবা ঠিকাদারি করেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ।

/এআরআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!