X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরি: সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

জামাল উদ্দিন
১৫ এপ্রিল ২০১৮, ২৩:০৯আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২৩:১১

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে, কবে নাগাদ এ ঘটনায় জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই বিষয়টি সুনির্দিষ্ট করে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা। অল্প কিছুদিনের মধ্যেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তারা। একইসঙ্গে তাদের প্রত্যাশা—এ ঘটনায় জড়িত বিদেশি নাগরিকদের বিস্তারিত তথ্যও তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হাতে পেতে পারে।

রিজার্ভ চুরির ঘটনা তদন্তে সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশি ছাড়াও রিজার্ভ চুরির সঙ্গে বিভিন্ন দেশের যারা জড়িত, তাদের প্রায় সবাইকেই চিহ্নিত করেছে সিআইডি। কিন্তু যেসব দেশের নাগরিক এ ঘটনায় জড়িত, তাদের তথ্য চেয়ে যে চিঠি দেওয়া হয়েছে, সেগুলো এখনও পাওয়া যায়নি। আগামী দুই-এক মাসের মধ্যে সেগুলো পাওয়া যাবে। দ্রুত চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে মনে করেন তারা।

সর্বশেষ গত সপ্তাহে সিআইডি’র অর্থনৈতিক অপরাধ বিভাগের স্পেশাল পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামসহ বেশ ক’জন কর্মকর্তা উত্তর ও দক্ষিণ কোরিয়া সফর করে এসেছেন। রিজার্ভ চুরির তদন্তের কাজেই তারা সেখানে গিয়েছেন, কিনা জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি কাজে তারা সেখানে গিয়েছেন। এর আগে একইকাজে গত জানুয়ারি মাসে সিঙ্গাপুর গিয়েছিলেন সিঙ্গাপুরে।

রিজার্ভ চুরির তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে সিআইডি’র অর্গানাইজড ও ফিন্যান্সিয়াল ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সংশ্লিষ্ট দেশগুলোকে চিঠি দিয়েছি। এছাড়া আমাদের অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর অ্যাটর্নি জেনারেলকেও চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট দেশগুলোর পুলিশ কর্তৃপক্ষের কাছেও চিঠি পাঠানো হয়েছে।’

দেশের ভেতরে যারা জড়িত, তাদের বিষয়ে জানতে চাইলে মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘আমরা আগে বিদেশিদের বিষয়টি প্রাধান্য দিচ্ছি। দেশে যারা জড়িত, তাদেরও চিহ্নিত করে রাখা হয়েছে। তবে টাকাটা কীভাবে গেলো, কী অবস্থা, সেটা শেষ করেই এদিকে অগ্রসর হবো।’

বাংলাদেশ ব্যাংকের অফিসিয়ালদের বিষয়ে জানতে চাইলে মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘তাদের ফাইন্ডিংসে যদি তারা কিছু পান, তাহলে তারা তাদের ব্যবস্থা নেবেন। আমাদের তদন্তের সঙ্গে তাদের ব্যবস্থা নেওয়ার কোনও সংশ্লিষ্টতা নেই।’

জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র দেবাশীষ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। তাই এ মুহূর্তে এ বিষয়ে কিছু বলা উচিত হবে না।’

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের প্রায় ১০১ মিলিয়ন ডলার চুরি করে নেয় দুর্বৃত্তরা। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কা এবং ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনের জুয়ার আসরে। ঘটনার প্রায় একমাস পর বিষয়টি বাংলাদেশ জানতে পারে ফিলিপাইনের একটি পত্রিকার সংবাদের মাধ্যমে। এরপরই বিষয়টি নিয়ে দেশে-বিদেশে হইচই পড়ে যায়। এ ঘটনা চেপে রাখতে গিয়ে সমালোচনার মুখে পড়ে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন ড. আতিউর রহমান। বড় ধরনের রদবদল করা হয় কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে। পরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা মানি লন্ডারিং আইনে ১০১ মিলিয়ন ডলার  চুরির অভিযোগ এনে ১৫ মার্চ (২০১৬) মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি এ পর্যন্ত ২২ বার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালতের কাছ থেকে সময় চেয়ে নিয়েছে।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া