X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এখনও বেতন পাননি কমিউনিটি ক্লিনিকের কর্মীরা!

তাসকিনা ইয়াসমিন
১৭ এপ্রিল ২০১৮, ০০:৫৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০৮:৫৯

টানা এক মাস দশদিন ধরে আন্দোলনে থাকার পর কাজে ফিরে গেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এর কর্মীরা। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশের পরও ১৩ হাজার কর্মী এখনও বেতন হাতে পায়নি বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলছেন, ‘আন্দোলনের সময়সহ পুরো সময়ের বেতন সিএইচসিপি কর্মীদের দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।’

সিএইচসিপি এর কর্মীদের আন্দোলন (ফাইল ছবি) বেতন না পাওয়া প্রসঙ্গে সিএইচসিপি’র আহ্বায়ক মো. শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বেতন এখনও নিয়মিত হয়নি। অনেক জেলা এখনও বরাদ্দ পায়নি। আমরা বুঝতে পারছি না কেন অনেক জেলা বেতন বরাদ্দ পাচ্ছে না। বিশেষ করে ঢাকা জেলায় বেতন বরাদ্দ এখনও হয়নি। আমাদের প্রকল্প অফিস বলেছে, বেতন পাঠানো হয়েছে কিন্তু সিভিল সার্জনের কার্যালয় বলছে তারা এখনও পায়নি।’

তিনি বলেন, ‘আজ একটা চিঠি পেয়েছি। যেখানে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠির মাধ্যমে সাধারণ ক্ষমা ঘোষণা করে আমাদের বেতন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এটার জন্য আমরা সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, মহাপরিচালক ও আমাদের লাইন ডিরেক্টর স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বেতন হয়ত প্রকল্প অফিস ছেড়েছে সিএস অফিস পায়নি। আমরা আশা করছি শিগগিরই বেতন পেয়ে যাব।’

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওরা গত মাসে ধর্মঘটে ছিল। আমরা ধর্মঘটের পিরিয়ডটাতে বেতন না দিয়ে তার আগে পরে যদি বেতন বাকি থাকে তার টাকা আগেই পাঠিয়ে দিয়েছি। অনেকে মনে করেছে হয়ত বেতন দেবে কি দেবে না? অনেকে মনে করেছে যে একসঙ্গে পুরো টাকা নেব। এক মাস দশদিন তারা ধর্মঘটে ছিল। ওই টাকা যদি দিয়ে দিই তাহলে প্রশ্ন আসতে পারে। আমরা সেইজন্য সরকারের অনুমতি বা সিদ্ধান্ত চাচ্ছিলাম যে আমরা কি করব। তারপরও তারা কিছু পেয়েছে। এখন যদি ওদের বেতন না দেই তাহলে হতাশা চলে আসতে পারে। একটা প্রতিক্রিয়া হতে পারে। সেজন্য আমরা সরকারের সিদ্ধান্ত চেয়েছি। সরকার বলেছে, তারা তো অনেক কাজ করেছে অনেক বছর ধরেই তাদের ধর্মঘট ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছি।’

তিনি বলেন, ‘আমরা শুনেছি যে তাদের বেতন পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ যে আদেশ দিয়েছি এই আদেশে কোন বেতন পাওয়ার ক্ষেত্রে বাধাই নেই।’

এ বছরের ২৩ ফেব্রুয়ারি সিএসপিসির কর্মীরা আন্দোলন শুরু করে। শেষ হয় ২৮ মার্চ। তাদের দাবির প্রেক্ষিতে ৫ ভাগ ইনক্রিমেন্ট, সাধারণ ছুটি, অর্জিত ছুটির সুযোগ ও কমিউনিটি ক্লিনিকের কর্মীদের ট্রাস্টের আওতায় এনে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেয় সরকার। যা খুব স্বল্প সময়ের মধ্যে পূরণ করার আশ্বাস দেওয়া হয়। এর প্রেক্ষিতে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যায়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী