X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

২১ এপ্রিল নিউট্রিশন অলিম্পিয়াড ২০১৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ২৩:৫৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০০:১৯

নিউট্রিশন অলিম্পিয়াডের খবর জানিয়ে সংবাদ সম্মেলন ‘একটি সুস্থ জাতির জন্য যুবকের ক্ষমতায়ন এবং পুষ্টি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে নিউট্রিশন অলিম্পিয়াড ২০১৮। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
মঙ্গলবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্টর (বিআইআইডি) সিইও শহীদ উদ্দিন আকবর।
সংবাদ সম্মেলনে শহীদ উদ্দিন বলেন, লক্ষ্যমাত্রা অর্জন যেন ব্যাহত না হয়, সেজন্য অপুষ্টি মোকাবিলায় নেওয়া হয়েছে বেশকিছু পদক্ষেপ। এরই অংশ হিসেবে জাতীয় পুষ্টি সপ্তাহের সূচনায় আগামী ২১ এপ্রিল দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউট্রিশন অলিম্পিয়াড-২০১৮। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আয়োজন।
শহীদ উদ্দিন আকবর আরও জানান, নিউট্রিশন অলিম্পিয়াড-২০১৮ হচ্ছে তরুণ ও যুবসমাজের নিজ নিজ বিদ্যালয়ের নিউট্রিশন ক্লাবের উন্নতি প্রদর্শনের বাৎসরিক প্রতিযোগিতা এবং অপুষ্টি দূরীকরণ ও খাদ্যাভাসের উন্নয়নে নিজ জ্ঞান, মেধা ও প্রতিভা প্রতিষ্ঠা করার দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানে পথনাটক, খাদ্য সাজানো প্রতিযোগিতা, রান্না প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক আয়োজন থাকবে। শিশুরাও যেন খেলার মাধ্যমে সম্পর্কে জানতে পারে, সেই লক্ষ্যে পুষ্টি সম্পর্কিত গেম তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, নিউট্রিশন অলিম্পিয়াড ২০১৮-তে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত থাকবেন। এছাড়া ৫শ তরুণ, সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক ও জাতীয় সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ, বেসরকারি খাত ও মিডিয়া ব্যক্তিত্বও এতে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানাইজেশনের বাস্তবায়িত প্রজেক্ট মিটিং দ্য আন্ডারনিউট্রিশন চ্যালেঞ্জের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার নাউকি মিনামিগুচি, নিউট্রিশন পলিসি অ্যাডভাইজার ডা. আব্দুল মান্নান, প্রজেক্ট কো-অরডিনেটর মাকি নোডা প্রমুখ।
ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) আর্থিক সহযোগিতায় আয়োজিত হবে এ বছরের নিউট্রিশন অলিম্পিয়াড। এর আয়োজনে রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি), খাদ্য মন্ত্রণালয় এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগাইনাইজেশনের (এফএও) বাস্তবায়িত প্রজেক্ট ‘মিটিং দ্য আন্ডারনিউট্রিশন চ্যালেঞ্জ’। আয়োজনের সহায়তায় থাকছে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি), খাদ্য মন্ত্রণালয় ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতা সূচনা (এসইউসিএইসএএনএ), গ্লোবাল ইম্প্রুভ অ্যালায়েন্স ফর নিউট্রিশন (জিএআইএন) এবং অন্যান্য প্রতিষ্ঠান।
এবারের অলিম্পিয়াডে পার্টনার হিসেবে রয়েছে গেইন, সূচনা, ইউকে এইড, ওয়াইপারড বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন।

/এসও/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ