X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিটারের ৪ জনের চাকরিচ্যুতির সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ০৩:৩৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০৩:৪০

 

ডিন বরাবর আরিফুল ইসলামের আবেদন ও থানায় জিডি গত ১৩ এপ্রিল অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনে বিনা নোটিশে ৪ জনকে চাকরিচ্যুতির অভিযোগ নিটার অধ্যক্ষের বিরুদ্ধে শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) অধ্যক্ষ ড. মোহাম্মদ মিজানুর রহমান। সংবাদটির একাংশের তথ্যকে অসত্য, বিভ্রান্তিকর ও মর্যাদাহানিকর বলে দাবি করেছেন তিনি।

প্রতিবাদে বলা হয়েছে-  গভর্নিং বডির সিদ্ধান্তে ওই চার জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মেইটেনেন্স ইঞ্জিনিয়ার মো. নাজমুল হোসাইন ইস্তফা দিয়েছেন। টেকনিক্যাল অফিসার মো. আরিফুল ইসলামকে নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের কারণে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গভর্নিং বডির সিদ্ধান্তে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আর অদক্ষতার জন্য হিসাব কর্মকর্তা রুহুল কেস্ত চৌধুরী ও মো. তাসনিমুল হাসানকে গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্ত করা হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য

মেইটেনেন্স ইঞ্জিনিয়ার মো. নাজমুল হোসাইনকে মারধর করা হয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে আশুলিয়া থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে। এছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পর্যায়ে তিনি এর প্রতিকার চেয়ে আবেদন করেছেন। সাধারণ ডায়েরি ও আবেদনে নাজমুল উল্লেখ করেছেন, তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। পরে পাওনা ফেরত দেওয়ার জন্য ডেকে তা পরিশোধ না করে জোর করে অব্যাহতিপত্র লিখিয়ে নেওয়া হয়। চাকরিচ্যুতির নোটিশ করা হয়নি।  

টেকনিক্যাল অফিসার মো. আরিফুল ইসলাম অভিযোগ করেছেন, তাকে গত ১৩ মার্চ অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। থানায় দায়ের করা সাধারণ ডায়েরি, আইনি নোটিশ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পর্যায়ে করা আবেদনে তিনি বলেছেন, ‘আমাকে কোনও নোটিশ না করেই অফিস থেকে বের করে দেওয়া হয়। আইন অনুযায়ী আমি শ্রমিক হিসেবে বহাল রয়েছি।’

নাজমুল হোসাইনের জিডির কপি হিসাব কর্মকর্তা রুহুল কেস্ত চৌধুরীকে অদক্ষতার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে বলা হলেও গভর্নিং বডির ২০১৬ সালের ৩১ মে অনুষ্ঠিত ৩৮তম সভায় শৃঙ্খলা ভঙ্গ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে তার চাকরি অবসান করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। চাকরিচ্যুতির নোটিশের দুই মাস আগে গভর্নিং বডির সিদ্ধান্ত প্রমাণ করে আগে চাকরিচ্যুতির কোনও নোটিশ করা হয়নি।

আইটি অফিসার তাসনিমুল হাসানকে ২০১৭ সালের ১০ জুলাই অনুষ্ঠিত গভর্নিং বডির ৪১তম সভায় আবেক্ষকালীন অক্ষমতার কারণে চাকরিচ্যুত করা হয়। এর আগে চাকরিচ্যুতি সংক্রান্ত কোনও নোটিশ করা হয়নি। অব্যাহতির ২০ দিন পর ৩১ জুলাই চাকরিচ্যুতির নোটিশ করা হয়।

 

 

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়