X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিখোঁজ জিডি নিষ্পত্তি হয় যেভাবে

নুরুজ্জামান লাবু
১৮ এপ্রিল ২০১৮, ১৫:৪৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০৯:৫১

নিখোঁজ


কেউ হারিয়ে গেলে বা নিখোঁজ হলে সাধারণত সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেই জিডির সূত্র ধরে অনুসন্ধান শুরু করে থানা পুলিশ। হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া ব্যক্তিকে পাওয়া গেলে বা ফিরে এলে একই ঘটনায় আরেকটি জিডি দায়ের করে তা নিষ্পত্তি করা হয়। কিন্তু বছরের পর বছর ধরে যেসব ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না বা ফিরে আসেন না, তাদের জন্য দায়ের করা জিডির পরিণতি কী হয়?

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘নিখোঁজ সংক্রান্ত জিডির ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। প্রাথমিক তদন্তের পর অপহরণ বা অন্য কোনও ফৌজদারি অপরাধের আলামত পাওয়া গেলে তা মামলায় রূপান্তরিত হয়। আর নিখোঁজ ব্যক্তিরা ফিরে এলে নতুন করে জিডি নোট নেওয়া হয়। স্পর্শকাতর ঘটনা হলে ভিকটিমকে আদালতে পাঠিয়ে জিডি নিষ্পত্তি করা হয়।’
পুলিশ কর্মকর্তারা বলছেন, থানায় জিডি দায়ের করা মানে আইনগতভাবে পুলিশকে প্রাথমিকভাবে কোনও ঘটনার অবহিতকরণ। ঘটনার গুরুত্ব অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেন। বিস্তৃত অনুসন্ধান করতে হলে আদালতে সেই জিডি উপস্থাপন করে তদন্তের অনুমতি নেওয়া হয়। সাধারণত নিখোঁজ জিডিগুলোর ক্ষেত্রে প্রথমেই আদালতে উপস্থাপন করা হয় না। নিখোঁজ ব্যক্তিরা ফিরে আসার পর তারা যদি অপহরণ বা তাদের সঙ্গে কোনও ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে বলে দাবি করেন, তাহলে তাদের মামলা করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ঘটনার গুরুত্ব বিবেচনা করে নিখোঁজ হওয়ার পর ফিরে আসা ব্যক্তিদের আদালতেও উপস্থাপন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘নিখোঁজ সংক্রান্ত জিডির মোটিভ দেখে আমরা সিদ্ধান্ত নেই। যদি দেখি জিডির ঘটনায় মামলা হওয়ার মতো উপাদান আছে, তাহলে আমরা মামলা দায়ের করতে পরামর্শ দেই। এছাড়া অন্য জিডিগুলোর অনুসন্ধান চলতে থাকে।’

ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, নিখোঁজ জিডির ক্ষেত্রে বেশিরভাগই ছোট ছোট শিশু হারিয়ে যাওয়ার ঘটনা। জিডি দায়েরের পরপরই একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। একইসঙ্গে নিখোঁজ ব্যক্তির নাম-ঠিকানা, বয়স ও শারীরিক বৃত্তান্ত পুলিশের কেন্দ্রীয় ওয়্যারলেস রেডিওর মাধ্যমে সারাদেশের সব থানাকে জানানো হয়। জিডির তদন্ত কর্মকর্তা জিডি দায়ের করা পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করতে থাকেন। যদি নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে অপহরণ বা মুক্তিপণ চাওয়ার কোনও উপাদান বা পূর্ব শত্রুতার জের ধরে কেউ গুম করে থাকে বলে সন্দেহ হয়, তাহলে তাদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়। তখন সেই জিডির ভিত্তিমূলেই মামলা নথিভুক্ত হয়। শুধু জিডি দায়ের হয়ে থাকলে সেখানে পুলিশের আর কিছু করার থাকে না।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, ‘নিখোঁজ জিডির ক্ষেত্রে যারা স্বেচ্ছায় ফিরে আসেন তাদের পরিবার বিষয়টি থানা পুলিশকে জানালে আমরা আরেকটি জিডি নোট দিয়ে আগের জিডি নিষ্পত্তি করে রাখি। আর ফৌজদারি অপরাধের প্রমাণ পেলে তো তা মামলাতেই রূপান্তর হয়। যেসব নিখোঁজ জিডির ক্ষেত্রে ব্যক্তি যতদিন ফিরে না আসেন ততদিন জিডি কার্যকর হিসেবেই রাখা হয়।’
গত বছরের ১০ অক্টোবর মতিঝিল থেকে সাংবাদিক উৎপল দাস এবং ৭ নভেম্বর আগারগাঁও এলাকা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান নিখোঁজ হন। নিখোঁজের দুই মাস দশ দিন পর ফিরে আসেন সাংবাদিক উৎপল দাস আর ৪৪ দিন পর ফিরে আসেন মুবাশ্বার হাসান। গত কয়েক মাসে নিখোঁজের পর এমন অনেকেই ফিরে এসেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নিখোঁজ ব্যক্তিরা ফিরে আসার পর থানা পুলিশ নতুন একটি জিডি নোট করে আগের জিডিগুলো নিষ্পত্তি করেছেন। মুবাশ্বার হাসান নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ের করা জিডি প্রসঙ্গে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘মুবাশ্বার ফিরে আসার পর আরেকটি জিডি নোট করে আগের জিডি নিষ্পত্তি করা হয়েছে।’
২০১৬ সালের ১ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চার তরুণ একসঙ্গে নিখোঁজ হন। পরবর্তীতে এই চার তরুণই আবার নিজ নিজ বাসায় ফিরে আসেন। ওই ঘটনায় দায়ের হওয়া দুটি জিডির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই ) সোহেল রানা বলেন, ‘নিখোঁজ হওয়া ব্যক্তিরা ফিরে আসার পর জিডি নোট নিয়ে তা নিষ্পত্তি করা হয়েছে।’

 

 

/এইচআই/ আপ-টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা