X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঘুষের টাকাসহ গ্রেফতার সেই প্রকৌশলী একদিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৪:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৪:৫০

আটক প্রকৌশলী নাজমুল হক ঘুষের পাঁচ লাখ টাকাসহ গ্রেফতার নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী  ড. এসএম নাজমুল হকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মুহম্মদ ফাহদ বিন আমিন চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার (১৮ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ সাত দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কিনা তা জানার জন্য জেল-হাজতে আটক নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

নাজমুল হকের পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান, মোসলেহ উদ্দিন জসিম রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, নাজমুল হককে ফাঁদে ফেলে গ্রেফতার করা হয়েছে।

এদিকে দুদকের পক্ষে মোহাম্মদ আবুল হাসান রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত একদিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত শুক্রবার (১৩ এপ্রিল) নাজমুল হককে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভর আদালত জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠান।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন হোটেল থেকে নাজমুল হককে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল। 

দুদক সূত্রে জানা যায়, মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামের যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্রের জন্য নাজমুল হকের কাছে গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করেন। এরপর দুদক সব বিধি-বিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারে নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টায় ঘুষের টাকার কিস্তি বাবদ পাঁচ লাখ টাকা রাজধানীর সেগুন হোটেলে বসে যখন নাজমুল হক গ্রহণ করছিলেন, ঠিক তখনই ওত পেতে থাকা দুদকের বিশেষ দলের সদস্যরা তাকে হাতেনাতে গ্রেফতার করেন। 

রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন- 

ঘুষের পাঁচ লাখ টাকাসহ নৌ-অধিদফতরের প্রধান প্রকৌশলী আটক

ঘুষের টাকাসহ গ্রেফতার হওয়া নৌ-মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী বরখাস্ত

ঘুষের টাকাসহ ধরা পড়া নৌ অধিদফতরের প্রকৌশলী নাজমুল হক কারাগারে

/টিএইচ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…