X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুজনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৯:৪৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৯:৫১





আদালত রাজধানীর শ্যামপুরে জাকিয়া বেগম লিলু হত্যার ঘটনায় স্বামী সৈয়দ আমিনুল হক ওরফে আব্দুল হক মিলন ও তার দ্বিতীয় স্ত্রী আকলিমা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও একবছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার মামলার এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুল কাদের পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
মো. আবদুল কাদের পাটোয়ারী বলেন, ‘আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়েছে। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।’
তিনি বলেন, ‘জাকিয়া বেগমকে লিলুকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে লাশ গোপন করার অপরাধে তাদের আরও সাত বছর করে কারাদণ্ড, পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও তিন মাস করে কারাভোগ করতে হবে তাদের।’
মামলার এজাহার থেকে জানা যায়, সৈয়দ আমিনুল হক ঢাকায় লাবণ্য ল্যান্ড কনস্ট্রাকশনে চাকরি করতেন। আমিনুল হকের প্রথম স্ত্রী জাকিয়া বেগম ২০০২ সালে ছেলে-মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় আসেন। পরে ওই বছরের ৯ ডিসেম্বর ছেলে-মেয়েরা মা জাকিয়া বেগমকে শ্যামপুরের বাসায় রেখে চলে যান। পরবর্তীতে ১২ ডিসেম্বর সৈয়দ আমিনুল হক ও তার দ্বিতীয় স্ত্রী আকলিমা খাতুন জাকিয়া বেগমকে হত্যা করে লাশ মাটির নিচে পুঁতে রাখে।
২০০২ সালের ৩১ ডিসেম্বর শ্যামপুর থানার পুলিশের ( উপ-পরিদর্শক) সৈয়দ মহসিনুল হক একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০৪ সালের ২৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার উপ-পরিদর্শক মো. শাহ আলম আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৪ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত। এ মামলায় ১৫ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। 

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা