X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুফিয়া কামাল হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা, বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ০২:২৭আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১২:৩৩

সুফিয়া কামাল হলের সামনে বৃহস্পতিবার রাত ২টার দিকে ফেসবুক লাইভ করছেন নুরুল হক নুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে রাতের আঁধারে কয়েকজন ছাত্রীকে বের করে দেওয়ার ঘটনায় হলটির সামনে বিক্ষোভ করছেন কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে অন্তত ২০-৩০ জন  হলটির সামনে জড়ো হয়ে হল প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রভোস্টের পদত্যাগ দাবি করেন। এদিকে, ছাত্রীদের রাতের আঁধারে বের করে দিয়ে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়ার অভিযোগে সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করে হলটির সামনে রাত দেড়টার দিকে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

সুফিয়া কামাল হলের সামনে জড়ো হওয়া বিক্ষুব্ধরা কোটা সংস্কার আন্দোলনে গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘কোনও তদন্ত ছাড়াই হলের ছাত্রীদের বের করে দেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আন্দোলনকারীদের নিরাপত্তার দাবি জানিয়েছিলাম। প্রশাসন আশ্বাসও দিয়েছিল। কিন্তু প্রশাসন সেই ওয়াদা ভঙ্গ করেছে। এর প্রতিবাদে আমরা শুক্রবার সকালে আমাদের কর্মসূচি ঘোষণা করব। একইসঙ্গে আমরা হল প্রভোস্ট অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমানের পদত্যাগের দাবি জানাচ্ছি।’ 

পরে রাত আড়াইটার দিকে ওই পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু জানান, ছাত্রীদের এভাবে হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে শুক্রবার বিকাল ৪টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হবে। 

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আন্দোলনকারীদের নেতারা বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত অন্তত তিন ছাত্রীকে হল থেকে বের করে দেওয়ার খবর ক্যাম্পাসে জানাজানি হলে রাত দেড়টার কিছু পরে হলটির সামনে আসেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু। এরপর একে একে ওই আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়। তারা ফেসবুকে ওই ঘটনার প্রতিবাদে সবাইকে হলটির সামনে আসার আহ্বান জানান। ক্ষুব্ধ আন্দোলনকারীরা হলের সামনে মিছিল করেন। ‘ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘রাতের আঁধারে আমার বোন বাইরে কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন তারা।

বাইরে এ মিছিলের সময় হলের বিভিন্ন ভবনের ছাত্রীরা জানালা দিয়ে হাত নেড়ে তাদের স্বাগত জানান।

প্রভোস্টের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীর অবস্থান

সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদত্যাগ দাবিতে ইয়াসিন আরাফাতের অবস্থান রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হল থেকে কয়েকজন ছাত্রীকে বের করে দেওয়ার ঘটনায় হল প্রভোস্টের পদত্যাগ দাবি করে হলটির সামনে অবস্থান নিয়েছেন ঢাবির এক ছাত্র। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ইয়াসিন আরাফাত নামের ওই ছাত্র সুফিয়া কামাল হলের সামনে অবস্থান নেন।

বৃহ্স্পতিবার রাত ১০ থেকে ১২টা পর্যন্ত তিন ছাত্রীকে থেকে বের করে দেয় হল প্রশাসন। সন্ধ্যার পর হলে গিয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমান ছাত্রীদের ডেকে ১০ এপ্রিল রাতের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় ছাত্রীদের ভয়ভীতি দেখানো ও মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মোবাইল ফোন কেড়ে নিয়ে তাতে তল্লাশি চালানো হয়। পরে একে একে তিন ছাত্রীকে হল থেকে বের করে দেওয়া হয়। ওই তিন ছাত্রী হলেন, শারমীন শুভ, কামরুন্নাহার লিজা ও পারভীন। রিমি নামের আরেক ছাত্রীর বাবাকে ডেকে মেয়েকে আর কোনও আন্দোলনে না জড়াতে সাবধান করা হয়।

এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদে ইয়াসিন আরাফাত সুফিয়া কামাল হলের সামনে অবস্থান নেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ছাত্রীদের রাত সাড়ে ৯টার পর হল থেকে বের হওয়া নিষেধ। কিন্তু প্রভোস্ট নিজেই গভীর রাতে মেয়েদের বের করে দিয়ে তাদের নিরাপত্তাহীনতার মুখে ফেলছেন।’ এর প্রতিবাদে তিনি প্রভোস্ট অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমানের পদত্যাগ দাবি করেন। প্রভোস্ট পদত্যাগ না করা পর্যন্ত তিনি অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। আরাফাত বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি এফ রহমান হলের আবাসিক ছাত্র। 

/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা