X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঝড়ে লণ্ডভণ্ড মানিক মিয়া অ্যাভিনিউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৮, ১৬:১৪আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৯:০৮

রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ঢুকলেই চোখ পড়বে গতকালের ঝড়ের তাণ্ডব। রাস্তার দুইপাশে থাকা সারি সারি গাছ কংক্রিটের শহরে যে একটু সবুজের আশ্বাস দিচ্ছিল, সেসবই লণ্ডভণ্ড হয়ে গেছে। সংসদের সামনের রাস্তার বিশেষত সড়ক বিভাজকে যেসব গাছ ছিল সেগুলো ভেঙে পড়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঝড়-বৃষ্টির আশঙ্কা আরও কয়েকদিন রয়েছে।

ঝড়ে ভেঙে পড়া একটি গাছ শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, লণ্ডভণ্ড হয়ে গেছে পার্শ্ববর্তী গাড়ির হাট। রাজধানী উচ্চবিদ্যালয় মাঠের গাড়ির হাটে বিক্রির জন্য রাখা কয়েকটি গাড়িও ওই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার পর বৃষ্টির সময় হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে লাইন ধরে ১৫/২০টি গাছ ভেঙে পড়ে।

ঝড়ের সময় সেখানে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা সাতটার আগে বৃষ্টি চলছিল। এ সময় হঠাৎ জোরে দমকা হাওয়ায় কয়েকটি গাছ ভেঙে পড়ে। কয়েকটি উপড়ে যায়। বৃষ্টি থাকায় রাস্তায় লোকজন চলাচল না থাকায় কেউ আহত হয়নি। তবে রাজধানী হাইস্কুলের মাঠে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ঝড়ে উপড়ে যাওয়া একটি গাছ শনিবার (২১ এপ্রিল) মানিক মিয়া অ্যাভিনিউয়ের পুলিশ চেকপোস্টে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে হঠাৎ ঝড়ে গাছগুলো ভেঙে পড়ে। একটি বড় গাছের ডাল আমাদের কক্ষের এসে পড়লেও কেউ আহত হননি। তবে এখানকার বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে গেছে।’

ন্যাম ভবনের ২ নম্বর গেটে দায়িত্বরত আনসার সদস্য মো. আব্দুল মতিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা সাতটার আগে হঠাৎ কয়েক সেকেন্ডের ঝড়ে গাছগুলো ভেঙে পড়ে। আজ পড়ে যাওয়া গাছগুলো সরিয়ে দেওয়া হচ্ছে।’

ঝড়ে ভেঙে যাওয়া গাছ এদিকে আবহাওয়াবিদ আরিফুর রহমান বলেন, ‘লঘুচাপের প্রভাবে প্রায় এখন ঝড়-বৃষ্টি চলবে। গতকাল সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত ঢাকায় সতেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে।’ আগামী কয়েকদিন এই আবহাওয়া বিরাজ করবে বলেও তিনি জানান।

আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বিজলি চমকানোর সঙ্গে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

ঝড়ের তাণ্ডব নদীবন্দরে সতর্কাবস্থা
২১ এপ্রিল, শনিবার ২০১৮ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের মধ্যে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ছবি: নাসিরুল ইসলাম

/এসএসএন/এসএমএ/ইউআই/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা