X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সুফিয়া কামালের প্রভোস্ট যে হুমকি দিয়েছেন তা ফৌজদারি অপরাধ’

ঢাবি প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ২১:৩০আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২১:৫৭

ঢাবিতে প্রতিবাদ সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট হলের ছাত্রীদের যে গোয়েন্দা নজরদারি এবং মামলার ভয় দেখিয়েছেন তা ফৌজদারি অপরাধ। গুজব ছড়িয়ে কাউকে কোটা সংস্কার আন্দোলনে নামানো হয়নি। এটি ছিল স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন।

শনিবার (২১ এপ্রিল) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘শিক্ষার্থীদের অনিরাপত্তায় উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকবৃন্দ’র ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে আইনজীবী ও মানবাধিকার কর্মী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘একজন আইনজীবী হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি, মেয়েদের ছাত্রত্ব বাতিল করার হুমকি, গোয়েন্দা নজরদারি এবং মামলার ভয় দেখানো–এই কাজগুলোর প্রত্যেকটি সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ। বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থী আইন পরিপন্থী কাজ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রক্টরের। হলের প্রভোস্ট আইনের ঊর্ধ্বে নন। কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির অনুমতি ছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন চেক করা অন্যায়।’

জ্যোতির্ময় বড়ুয়া আরও বলেন, ‘হলের প্রভোস্ট কী করতে পারেন আর কী করতে পারেন না, বিশ্ববিদ্যালয়ের আইনে তার স্পষ্ট উল্লেখ আছে। আমি এবং আমরা ন্যায্য আন্দোলনের সঙ্গে আছি, থাকবো।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক মোসাহিদা সুলতানা বলেন, ‘আমি এখানে শিক্ষক হিসেবে দাঁড়িয়ে কথা বলতে লজ্জা বোধ করছি। আমরা সবসময় নিপীড়নের বিরুদ্ধে। কোটা সংস্কার আন্দোলন একটি বৈষম্যবিরোধী ন্যায্য আন্দোলন। এই আন্দোলন এখন নিপীড়নবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। বলা হয়েছে, গুজবের কারণে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। এ ধারণা ঠিক নয়। আসলে আন্দোলনটি ছিল স্বতঃস্ফূর্ত।’

অধিকারকর্মী বাকী বিল্লাহ'র সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, ‘সরকার প্রথমে আন্দোলনকে স্বীকার করেনি, এটাকে অবৈধ বলেছিল। তাদের যে একমাত্র চেতনার অস্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা– লাঠি, টিয়ারশেল, বন্দুক, গুলি এবং গুজবকে সেই চেতনার হাতে পরিয়ে এই আন্দোলনকে দমন করতে চেয়েছিল। সেদিন সংসদে প্রধানমন্ত্রী দাবি মেনে নিয়েছিলেন, তার মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয়েছে আন্দোলন বৈধ ছিল, ন্যায্য ছিল, যৌক্তিক ছিল। তাহলে আজ এই ষড়যন্ত্রগুলো কেন? আন্দোলন করার কারণে কেন  শিক্ষার্থীদের ওপর হামলা হবে, মামলা হবে, হয়রানি হবে? গভীর রাতে হল থেকে মেয়েদের বের করে দেওয়া হয়েছে। হল তো আপনার বাড়ি নয় যে, যখন খুশি তখন আপনি কাউকে বের করে দেবেন।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন এটাকে চাকরির আন্দোলন বলছেন অনেকেই। ৫২ সালের আন্দোলনও তো চাকরির আন্দোলন, পাকিস্তানিরা উর্দু ভাষার নামে বাংলা ভাষাকে দমিয়ে বাঙালিদের চাকরি খেয়ে ফেলছিল। ছয় দফাও তো ছিল সম্পদের ন্যায্য হিস্যা দেওয়ার আন্দোলন, সেই সমস্ত আন্দোলনে বুদ্ধিজীবীরা এসেছিলেন, শিল্পীরা এসেছিলেন, সাংবাদিকরা এসেছিলেন। বাংলাদেশে এমন এক দানবের উদ্ভব ঘটেছে যে, দানবে ছুঁয়ে দিলে সবাই বরফ হয়ে যায়। আবার সেই দানব অনেককে ছুঁয়ে দিলে তা সোনা হয়ে যায়। এই আমাদের সোনার ছেলেরা, সোনার কিছু সাংবাদিক, সোনার কিছু বুদ্ধিজীবী নীরব হয়ে গেছেন। তাদের শেষ অস্ত্র গুজব।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রকাশক রবিন আহসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়মন রেজা পিয়াস, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ, গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তার, ঢাবি ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামান্তা শারমিন প্রমুখ।

এদিকে, সুফিয়া কামাল হলে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবি জানিয়ে ঢাবি ক্যাম্পাসে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী