X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাবেক দুই ছাত্রলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ১৯:২২আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৯:৩৩

হাইকোর্ট রাজধানীর গুলিস্তানে ফুটপাত উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোড়ার অভিযোগে দুই ছাত্রলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে অন্য আরেকটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গত শনিবার (২১ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার ওবায়েদুর রহমান (উপপরিদর্শক) ঢাকা সিএমএম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দীন এই তথ্য জানান।
তিনি বলেন, ‘গতকাল রোববার (২২ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হয়। আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সিএমএম বরাবর উপস্থাপনের আদেশ দেন। এরপর সিএমএম মামলাটি বদলির আদেশ দেবেন।’
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তারা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক সাব্বির হোসেন , ওয়ারী থানা ছাত্রলীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওরফে আশিক, সাব্বির আহম্মেদ রাসেল ও শামিম হাওলাদার ।
অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ্য করেন বলেন, গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোড়ার ওই ঘটনায় ১৪০-১৫০ জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। তবে আপ্রাণ চেষ্টা করেও চারজন বাদে ঘটনায় জড়িত অন্য আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

গত বছরের ২৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায়। এ সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের একপর্যায়ে আসামি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলি করতে দেখা যায়। গুলি ছোড়ার ছবি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দুজনকেই বহিষ্কার করে।

ওই ঘটনায় মাহবুবুল হক সিরাজ নামের এক হকার বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেন।

ওই একই ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা আরেক মামলায় সাব্বির হোসেন ও আশিকুর রহমান ওরফে আশিকের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ উপপরিদর্শক আকরাম হোসেন গত ১০ এপ্রিল ঢাকা সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া