X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হঠাৎ পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা চড়াও কেন? (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ২২:৪৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২৩:০৬










বিএনপির বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল (ছবি-সংগৃহীত) রাজধানীর পুরানা পল্টনে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে গিয়ে পুলিশের ওপর হঠাৎ চড়াও হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, অনুমতি ছাড়া সড়কে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এতে বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেনকে লক্ষ্য করেও তাদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের অন্তত ৭-৮ জন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।



বিএনপির বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল (ছবি-সংগৃহীত) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার দপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে বিএনপির ১০-১২ জন নেতাকর্মীকে আটক করা হয়।

বিএনপির বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল (ছবি-সংগৃহীত) পুলিশ কর্মকর্তারা বলছেন,বিএনপি নেতাকর্মীরা দৈনিক বাংলা এলাকায় বিক্ষোভের নামে গাড়ি ভাঙচুর শুরু করে। এসময় তাদের সড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এমনকি মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন লক্ষ্য করেও কাছ থেকে ইট ছুঁড়ে মারে। ইটটি তার উরুতে গিয়ে লাগে। পরে ধাওয়া করে ওই যুবককে আটক করা হয়।

বিএনপির বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল (ছবি-সংগৃহীত) ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন,‘গণমাধ্যমে একটা ছবি প্রকাশ হয়েছে যে,এক যুবককে চ্যাংদোলা করে নেয়া হচ্ছে। কিন্তু এই ঘটনার আগে ওই যুবক খুব কাছ থেকে আমার মাথা লক্ষ্য করে ইট মেরেছিল। আমি অল্পের জন্য বেঁচে যাই। ইটটি আমার হাঁটুর একটু ওপরে লাগে। আমি সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া দিলে আমার বডিগার্ড তাকে ধরে ফেলে।’

বিএনপির বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল (ছবি-সংগৃহীত) পুলিশের একজন কর্মকর্তা বলেন, কোনও ঘটনার আগে-পরে আরও কিছু ঘটনা থাকে। কিন্তু সবসময় পুলিশের বিরুদ্ধে যায় এমন ঘটনাগুলোই ফোকাস করা হয়। সোমবার দুপুরে পল্টনের বিএনপি নেতাকর্মীদের পুলিশের ওপর হঠাৎ চড়াও হওয়ার ঘটনাটিতেও এরকম হয়েছে।


এদিকে পুলিশের অভিযোগ প্রসঙ্গে জানতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মিছিল থেকে তো সাংবাদিকদেরও আটক করা হয়েছে। তারা কি পুলিশকে ইট ছুঁড়েছিল? তাহলে তাদের কেন আটক করা হলো। বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়নি। বরং পুলিশ তাদের ওপর চড়াও হয়েছে। তাদের অপকর্ম ঢাকতে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।’


 

 



 



 



/এনএল/এএইচআর/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়