X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সেই শিশুটি মারা গেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১০:০৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৬:৩৫





 মারা গেছে সেই নবজাতকটি আজিমপুর কবরস্থান থেকে বেঁচে আসা সেই শিশুটি মারা গেছে। সোমবার (২৩ এপ্রিল) রাত দেড়টায় শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শিশু হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা আবদুল হাকিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শিশুটির শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে সোমবার ঢাকা শিশু হাসপাতালের প্রফেসর ডাক্তার মো. আব্দুল আজিজ সাংবাদিকদের বলেছেন, ‘শিশুটির বাঁচার আশা খুব ক্ষীণ। আমরা এখন কোনও অঘটন বা মিরাকল-এর অপেক্ষা করছি।’
ডাক্তার মো. আব্দুল আজিজ বলেন, ‘বাঁচার ক্ষেত্রে শিশুটির অনেক ঝুঁকি রয়েছে। তার ওজনও কম, মাত্র এক কেজি। সে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছে না। তার শরীরে স্বাভাবিক তাপমাত্রা থাকছে না। এগুলো ঠিক রাখার জন্য তাকে ওষুধ দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে শিশুটিকে বাঁচানো। এজন্য সব ধরনের চেষ্টা করছি। তাকে হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে রাখা হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, সোমবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে কবর দেওয়ার জন্য তাকে আজিমপুর কবরস্থানে নেওয়া হয়। গোসল করানোর জন্য শিশুটিকে একটি কক্ষে নিয়ে যান আজিমপুর কবরস্থানের দায়িত্বরত ইয়াসমিন বেগম নামে এক নারী। এ সময় নবজাতকের মামা পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম অফিস কক্ষে লাশ হিসেবে তার ভাগ্নির নিবন্ধন করার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় গোসলখানা থেকে ইয়াসমিন খবর দেন শিশুটি নিশ্বাস নিচ্ছে। নড়েচড়ে উঠেছে। তখন শিশুটির মামা সেখানে দৌড়ে যান। এরপর শিশুটিকে আজিমপুর মাতৃসদনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে আগারগাঁওয়ে শিশু হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
আজিমপুর মাতৃসদনের সুপার ডা. ইসরাত জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে শিশু ইউনিটে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় আমরা তাকে অ্যাম্বুলেন্সে পরিবারের সঙ্গে শিশু হাসপাতালে পাঠিয়েছি।’ তিনি বলেন, ‘পরিবার আমাদের জানিয়েছিল শিশুটিকে আজিমপুর কবরস্থানে দাফন করতে নেওয়া হয়েছিল।’
আজিমপুর কবরস্থানের তত্ত্বাবধায়ক হাফিজুল ইসলাম বলেন, ‘কবরস্থানের লাশ নিবন্ধনের রেজিস্টারে শিশুটির নাম লেখা হয়েছে মীম। ঠিকানা লেখা হয় ধামরাইয়ের শ্রীরামপুরে। তার বাবার নাম মিনহাজউদ্দিন, মা শারমিন আক্তার ।’

আরও পড়ুন: 

‘শিশুটির বাঁচার আশা খুব ক্ষীণ’

শিশুটির মা শারমীন কিনা আমরা তদন্ত করে দেখছি : ঢামেক পরিচালক

কবরস্থান থেকে ‘মৃত’ শিশু জীবিত ফেরত!

/টিওয়াই/ এসএসএ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী