X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কবরস্থান থেকে বেঁচে আসা শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১৫:১৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৫:১৭





শিশু হাসপাতালের পরিচালকের কাছ থেকে শিশু মীমের লাশ গ্রহণ করছেন তার বাবা ও মামা

আজিমপুর কবরস্থান থেকে বেঁচে আসা সেই শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা.মো. আব্দুল আজিজ  এ তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের উপস্থিতিতে শিশুটির বাবা মিনহাজ উদ্দিন ও মামা শরিফুল ইসলাম শিশুটির মরদেহ গ্রহণ করেন।


মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে তিনি জানান, শিশুটি সোমবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩৩ মিনিটে মারা গেছে।
ডা.আব্দুল আজিজ বলেন, ‘শিশুটিকে গতকাল (সোমবার) দুপুর সাড়ে ১২টায় আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। এখানে আসার পর থেকে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। সন্ধ্যা সাতটার পর তার অবস্থা বেশি খারাপ হতে থাকে।  আমরা সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেছি। আমাদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শিশুটি রাত ১টা ৩৩ মিনিটে  মারা যায়।
প্রসঙ্গত, সোমবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে কবর দেওয়ার জন্য তাকে আজিমপুর কবরস্থানে নেওয়া হয়। গোসল করানোর জন্য শিশুটিকে একটি কক্ষে নিয়ে যান আজিমপুর কবরস্থানের দায়িত্বরত ইয়াসমিন বেগম নামে এক নারী। এ সময় নবজাতকের মামা পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম অফিস কক্ষে লাশ হিসেবে তার ভাগ্নির নিবন্ধন করার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় গোসলখানা থেকে ইয়াসমিন খবর দেন শিশুটি নিশ্বাস নিচ্ছে। নড়েচড়ে উঠেছে। তখন শিশুটির মামা সেখানে দৌড়ে যান। এরপর শিশুটিকে আজিমপুর মাতৃসদনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে আগারগাঁওয়ে শিশু হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
আজিমপুর মাতৃসদনের সুপার ডা. ইসরাত জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে শিশু ইউনিটে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় আমরা তাকে অ্যাম্বুলেন্সে পরিবারের সঙ্গে শিশু হাসপাতালে পাঠিয়েছি।’ তিনি বলেন, ‘পরিবার আমাদের জানিয়েছিল শিশুটিকে আজিমপুর কবরস্থানে দাফন করতে নেওয়া হয়েছিল।’
আজিমপুর কবরস্থানের তত্ত্বাবধায়ক হাফিজুল ইসলাম বলেন, ‘কবরস্থানের লাশ নিবন্ধনের রেজিস্টারে শিশুটির নাম লেখা হয়েছে মীম। ঠিকানা লেখা হয় ধামরাইয়ের শ্রীরামপুরে। তার বাবার নাম মিনহাজউদ্দিন, মা শারমিন আক্তার ।’


আরও পড়ুন
শিশুটির মা শারমীন কিনা আমরা তদন্ত করে দেখছি : ঢামেক পরিচালক

কবরস্থান থেকে ‘মৃত’ শিশু জীবিত ফেরত!

‘শিশুটির বাঁচার আশা খুব ক্ষীণ’

 

 

 

/টিওয়াই/এসএসএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)