X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ছাত্রীকে যৌন হয়রানির মামলায় বাসচালকসহ ৩ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১৭:০২আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৭:৪৫

 

আদালত রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির এক ছাত্রীকে ‘গ্রেট তুরাগ’ পরিবহনের একটি বাসে যৌন হয়রানির মামলায় বাসচালক ও হেলপারসহ তিনজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


মঙ্গলবার (২৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক গোলাম নবী উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলো মো. নয়ন (২৯), মো. মনির (২৭) ও রোমান (২৮)।
এর আগে গুলশান থানার উপ-পরিদর্শক এবং এই মামলার তদন্ত কর্মকর্তা তাপস কুমার ওঝা ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য জানান।

এদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল হোসেন ও হাতেম আলী রিমান্ড বাতিল চেয়ে শুনানিতে বলেন, ‘ঘটনার সঙ্গে আসামিরা জড়িত নন। পূর্ব পরিকল্পিতভাবে এ মামলায় তাদের জড়ানো হয়েছে। এজাহারে ঘটনার বর্ণনা অনুযায়ী বাড্ডা লিংক রোড থেকে নতুনবাজার পর্যন্ত ব্যস্ত একটি রাস্তায় দুপুরবেলায় এ রকম ঘটনা ঘটার কোনও যৌক্তিকতা নেই।’
শুনানিকালে বিচারক ঘটনার বিষয়ে আসামিদের জিজ্ঞাসা করেন। তখন আসামিরা আদালতকে বলেন, ‘আমাদের সঙ্গে পূর্বপরিকল্পিত কোনও বিরোধ নেই। আমরা এ রকম কোনও ঘটনা করিনি।’ শুনানি শেষে আদালত আসামিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত শনিবার (২১ এপ্রিল) বাড্ডার বাসা থেকে উত্তরায় উত্তরা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় ওই ছাত্রী ‘গ্রেট তুরাগ’ নামে একটি বাসে ওঠেন। বাসটি নতুনবাজার এলাকায় যাওয়া পর বাসের হেলপার ও কন্ডাক্টর ওই ছাত্রীকে উদ্দেশ করে অশ্লীল কথাবার্তা বলে। তারা ছাত্রীর হাত চেপে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে যৌন হয়রানি করে।’

গত ২২ এপ্রিল ঘটনার শিকার ওই ছাত্রীর স্বামী বাদী হয়ে গুলশান থানায় নারী ও শিশু আইনের (২০০০ সংশোধন ২০০৩) ১০ ও ৩০ ধারায় মামলা দায়ের করেন।

/টিএইচ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’