X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রানা প্লাজা ট্র্যাজেডি: শুনানিতে আটকে আছে ক্ষতিপূরণের মামলা

বাহাউদ্দিন ইমরান
২৪ এপ্রিল ২০১৮, ১৯:০৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০৯:০৯

রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট মামলাটি দু’বছর ধরে আটকে আছে শুনানিতেই। বিভিন্ন সময়ে শুনানির জন্য আদালত পরিবর্তনকে এ মামলাটি নিষ্পত্তি না হওয়ার বড় কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রানা প্লাজা ধসের ঘটনায় ২০১৩ সালের ২৪ এপ্রিল আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টসহ (ব্লাস্ট) বেশকিছু মানবাধিকার সংগঠন হাইকোর্টে মোট চারটি রিট দায়ের করেন। সেসব আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্ট রুল জারি করেন।
এরপর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের ক্ষতির মাত্রা ও ক্ষতিপূরণের হার নির্ধারণ করতে হাইকোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসিকে প্রধান করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।
কমিটির অধীনে থাকা দু’টি উপকমিটি রানা প্লাজা ধসের ঘটনায় নিহত, নিখোঁজ শ্রমিকের পরিবার ও স্থায়ীভাবে পঙ্গু হওয়া শ্রমিকদের ১৪ লাখ ৫১ হাজার ৩০০ টাকা করে ক্ষতিপূরণ নির্ধারণ করে। এছাড়াও আহত শ্রমিকদের জন্য দেড় লাখ টাকা থেকে সাড়ে সাত লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। কিছুদিন পরই এ বেঞ্চটি পুনর্গঠিত হলে মামলাটির শুনানি আটকে যায়। প্রায় দুই বছর হলো মামলাটি সেই শুনানিতেই আটকে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলাটির বেশ কিছুদিন শুনানি হয়। এরপর নতুন করে বেঞ্চ গঠন করা হয়। ফলে মামলাটির শুনানি আটকে যায়। পরে আমাকে অন্য একটি বেঞ্চে দায়িত্ব দেওয়া হয়। তাই এ মামলার বর্তমান অবস্থা আমার জানা নেই।’
এদিকে, নিয়ম অনুযায়ী বেঞ্চ পুনর্গঠনের পর মামলাটি প্রধান বিচারপতির কাছে চলে যায়। প্রধান বিচারপতি শুনানির জন্য বেঞ্চ পুনর্গঠন করলেও আদালতের কার্যতালিকায় (কজ লিস্ট) আসার অপেক্ষায় মামলাটির শুনানি থমকে থাকে।
তবে এর আগে, রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা রিটের পর জারি করা রুলের ওপর বেশ কিছুদিন ধরে শুনানি চলে। এ সময় আদালতের মন্তব্য ছিল— রানা প্লাজা ধসের ঘটনা কোনও দুর্ঘটনা নয়, অপরাধ। এজন্য আইন অনুযায়ী দোষী ব্যক্তিদের যেমন ফৌজদারি অপরাধের বিচার হতে হবে, তেমনি দায়ী ব্যক্তিদের অপরাধের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
হাইকোর্টের এমন মন্তব্যের পরও জনগুরুত্বপূর্ণ এই মামলার শুনানি আটকে থাকার বিষয়ে জানতে চাইলে রিটকারীদের আইনীজীবী জেড আই খান পান্না বলেন, ‘বেঞ্চ পুনর্গঠন করায় মামলাটির শুনানি থেমে যায়।’
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘মামলাটি বর্তমানে বিচারপতি জিনাত আরার কোর্টে শুনানির জন্য রয়েছে। দীর্ঘদিন কার্যতালিকায় (কজ লিস্ট) না আসায় মামলাটির শুনানি সম্ভব হচ্ছে না।’
জেড আই খান পান্না আরও বলেন, ‘অবকাশ শেষে হাইকোর্ট খুললে মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কোর্টে আবেদন জানাবো। শুনানি শেষ করতে পারলে আমরা ক্ষতিগ্রস্তদের পক্ষে রায় পাবো বলে আশা করছি।’
আরও পড়ুন-
এখনও থামেনি আহাজারি
রানা প্লাজা ট্র্যাজেডির ৫ বছর

রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ


ছবিতে রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণ


২৪ এপ্রিল শ্রমিক নিরাপত্তা দিবস ঘোষণার দাবি
৪ কারণে কাজে ফিরতে পারেননি রানা প্লাজার আহত শ্রমিকরা
কারখানায় দুর্ঘটনা: শ্রমিকের সঠিক সংখ্যা পাওয়া যায় না কেন?
রানা প্লাজা ট্র্যাজেডি: রায় হয়েছে একটি মামলার, ৩টি এখনও বিচারাধীন

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়