X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এ কে আজাদ ও আবদুল হাই বাচ্চুকে আবারও দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১৯:৩৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৯:৫৪

আবদুল হাই বাচ্চু ও এ কে আজাদ

অর্থ আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে ৫ম দফায় ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের তলব করা হয়। আবদুল হাই বাচ্চুকে আগামী ৭ মে ও এ কে আজাদকে আগামী ৯ মে সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

মঙ্গলবার দুদকের উপপরিচালক  মো.সামছুল আলম স্বাক্ষরিত চিঠিতে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে পঞ্চমবারের মতো ডাকা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে,  বেসিক ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের পক্ষ থেকে ৬১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোনও মামলাতেই তাকে আসামি করা হয়নি। এর আগে ২০১৭ সালের ৪ ও ৬ ডিসেম্বর, ২০১৮ সালের ৮ জানুয়ারি ও ৮ মার্চ  আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দফায় দফায় আব্দুল হাই বাচ্চুকে কী কী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি কী বলেছেন এ বিষয়ে জানতে চাইলে তদন্ত সংশ্লিষ্ট একজন  দুদক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, বেসিক ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে যে ঋণগুলো দেওয়া হয়েছে সেসব ঋণ  বাচ্চুসহ বোর্ড সদস্যরা অনুমোদন দিয়েছেন। অনুমোদনের অথরিটি হিসেবে কিসের ভিত্তিতে তারা সেগুলো দিয়েছেন এবং কোন বিবেচনায় তারা এসব অনুমোদন দিয়েছেন তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া, বেসিক ব্যাংক থেকে ঋণের নামে যে টাকাগুলো নেওয়া হয়েছে, সেসব টাকা লোন অ্যাকাউন্ট থেকে আবার বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। পরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। সেই টাকা কোথায় কোথায় গেছে, কোন অ্যাকাউন্টে গেছে এসব বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

অন্যদিকে,দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর স্বাক্ষর করা চিঠিতে দ্বিতীয়বারের মতো ডাকা হয়েছে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে। এর আগে গত ২১ মার্চ চিঠির মাধ্যমে ৩ এপ্রিল তাকে দুদকে হাজির হতে বলা হয়। কিন্তু তিনি ওইদিন দুদকে হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ অনুমোদিত নকশা না থাকার অভিযোগে এ কে আজাদের গুলশানের বাড়ির সামনের কিছু অংশ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ দৈনিক সমকাল এবং বেসরকারি টিভি চ্যানেল ২৪-এর মালিক।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও