X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় তিন দিন স্বাস্থ্য খাতের প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ২২:২৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২২:২৬

সেমস গ্লোবালের কর্মকর্তারা (ছবি: সাদ্দিফ অভি) ১১তম মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, চতুর্থ বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ও তৃতীয় ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড হেলথ এক্সপো— একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে এগুলো। এর আয়োজন করেছে আন্তর্জাতিক সংস্থা সেমস গ্লোবাল (কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড)। ইন্টারন্যাশনাল কনভনেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)আগামী ৩ থেকে ৫ মে তিন দিনের এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আয়োজক সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহেরুন ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশে স্বাস্থ্য খাতের সর্ববৃহৎ এই প্রদর্শনীতে থাকছে মেডিক্যাল, সার্জিক্যাল, হেল্থ কেয়ার, ক্লিনিক্যাল ল্যাব ইকুইপমেন্ট ও ফার্মাসিউটিক্যাল ইক্যুইপমেন্টের বিশাল সমাহার। এছাড়া হেল্থ ট্যুরিজম ও সার্ভিস উপকরণের জন্য থাকছে বিশেষ আয়োজন।’

সেমস গ্লোবালের এমডি আরও জানান, ১৭০টি স্টলে সাজানো এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে ১৮টি দেশের ১২০টি প্রতিষ্ঠান। অন্য দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম,চীন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, কোরিয়া, কানাডা, তাইওয়ান, ইন্ডিয়া, যুক্তরাজ্য, তুরস্ক ও আমেরিকা।

প্রদর্শনীগুলো ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক, সরবরাহকারীদের মধ্যে সেতুবন্ধন করবে বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি উদ্যোক্তাদের উৎসাহিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্তব্য সেমস গ্লোবাল কতৃপক্ষের।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রদর্শনীর পাশাপাশি ৪ মে বিকাল ৪টায় সেমস গ্লোবাল ও ফিজিওনিউজ যৌথভাবে আয়োজন করছে ‘মেডিকন সেশন-১’। এর আলোচ্য বিষয় স্ট্রোক প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট’। পরদিন ৫ মে বিকাল ৩টায় সেমস গ্লোবাল ও ডাক্তারওয়ালা ডটকম যৌথভাবে আয়োজন করছে ‘মেডিকন সেশন-২’। এর আলোচ্য বিষয় ‘লিভার ডিজিস অ্যান্ড ট্রিটমেন্ট’।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!