X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দেশে ম্যালেরিয়া রোগীর ৯৩ শতাংশই তিন পার্বত্য জেলায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ২২:৫১আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২২:৫৩

সংবাদ সম্মেলনে বক্তারা (ছবি: সাদ্দিফ অভি) জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ২৯ হাজার ২৪৭ জন ম্যালেরিয়ায় আক্রান্ত। এসব রোগীর ৯৩ শতাংশই তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির বাসিন্দা। সীমান্তবর্তী পাহাড়, বেশি বৃষ্টিপাত, বনাঞ্চলবেষ্টিত হওয়া, পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থার অভাব ও সেবাদানজনিত সমস্যার কারণে সেখানে ঝুঁকি বেশি। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশের তিন পাহাড়ি জেলাসহ ৮৪টি উপজেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব রয়েছে। অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘প্রায় ১ কোটি ৭৫ লাখ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ম্যালেরিয়াপ্রবণ জেলাগুলোতে বসবাস করে। এর মধ্যে উচ্চ ম্যালেরিয়াপ্রবণ অঞ্চল হচ্ছে তিন পার্বত্য জেলা। এছাড়া মধ্য ম্যালেরিয়াপ্রবণ অঞ্চল হলো কক্সবাজার। আমাদের মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত করা। ২০২১ সালের মধ্যে ৮টি ম্যালেরিয়া প্রাদুর্ভাব জেলায় এই রোগের সংক্রমণ রোধ করা ও ৫১টি জেলাকে ম্যালেরিয়ামুক্ত নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি আমরা।’
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে ম্যালেরিয়া নির্মূলকরণে বেশ কয়েকটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়। এগুলো হলো— দুর্গম এলাকায় দক্ষ চিকিৎসকের স্বল্পতা ও সহজে চিকিৎসা দিতে না পারা, নগরায়ন ও সময়ের পরিবর্তিত বাস্তবতায় মানুষের দ্রুত অবস্থানগত পরিবর্তন, জলবায়ুগত পরিবর্তন প্রভৃতি। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্র্যাক। তাদের লক্ষ্য ম্যালেরিয়া নির্মূলে ভবিষ্যৎ করণীয়, ঝুঁকি মোকাবিলায় চ্যালেঞ্জ, সুপারিশ ও ম্যালেরিয়া সম্পর্কিত বার্তা মানুষের কাছে তুলে ধরা।

পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে ইতোমধ্যে একটি গাইডলাইন তৈরি করা হয়েছে বলে জানান ডা. সানিয়া তাহমিনা। এর পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ ৩৩ হাজার মশারি বিতরণের উদ্যোগ নিয়েছেন তারা। ড. মো. আকরামুল ইসলাম জানান, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি কার্যক্রম সম্প্রসারণ করেছে ব্র্যাক।

এদিকে আগামী ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। এ উপলক্ষে ওইদিন সকাল ৮টায় বের হবে একটি র‌্যালি। রাজধানীর জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সিরডাপ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হবে এটি। এছাড়া সিরডাপ মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় থাকছে আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী