X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘গণপরিবহন ব্যবস্থায় সংস্কার দরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ১৮:২২আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২০:০১

ড. শামসুল হক

গণপরিবহন ব্যবস্থায় সংস্কার দরকার। এটা সম্ভব হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে। বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক আয়োজন ‘ঢাকার রাস্তায় যত বিপদ’ শীর্ষক বৈঠকিতে এ মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ড. শামসুল হক।

ড. শামসুল হক বলেন, ‘বিশৃঙ্খল গণপরিবহনের কারণে রাস্তায় যানজট থেকে শুরু করে সব ধরনের দুর্ঘটনা ঘটে। একসময় ঢাকায় ঘণ্টায় গাড়ির গতি নির্ধারিত ছিল ২৫ কিলোমিটার। কিন্তু যত দিন যাচ্ছে ততই এই গতি কমছে। এখন ঘণ্টায় গাড়ির গতিবেগ মাত্র সাত কিলোমিটার। তারপরও দুর্ঘটনা আগের চেয়ে অনেক বেশি ঘটছে। এর কারণ একটাই, বিশৃঙ্খলা।’

তিনি বলেন, ‘গাড়ি দাঁড়িয়ে থাকলেও দুর্ঘটনার শিকার হচ্ছে। হয়ত পেছন থেকে কেউ ধাক্কা মারছে না। এর মানে গাড়ি স্থির থাকলে বা গতিতে চললেই যে দুর্ঘটনা ঘটে তা কিন্তু নয়। মূলত এই দুর্ঘটনা হয় বিশৃঙ্খলার কারণে।’

বুয়েটের এই শিক্ষক বলেন, ‘বনানীতে খেয়াল করে দেখবেন, কোনও গাড়ির গায়ে আঁচড় আছে কিনা? কোনও ড্রাইভার কোনও যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছে কিনা? কোনও যাত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তুললে গাড়ি থামে কিনা? এসব কিছুই হবে না। তার মানে কড়া পরিস্থিতি তৈরি করলে সবকিছু সুশৃঙ্খল করা সম্ভব। যেমন, উবারে যে গাড়ি চালায় সে কিভাবে উবারের আওতায় আসায় ভদ্র হয়ে যায়? কারণ সে জানে, তার আচরণ মনিটরিং হচ্ছে, তার এক জায়গায় দায়বদ্ধতা আছে। তার মানে গণপরিবহন ব্যবস্থায় সংস্কার দরকার। এটা সম্ভব হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে।’

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় বাংলা ট্রিবিউনের কার্যালয়ে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ চ্যানেল ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, ফায়ার সার্ভিস মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, অ্যাকশন এইড কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, বুয়েটের শিক্ষক ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নঈম গওহার ওয়ারা এবং বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

 

আরও পড়ুন-

‘প্রয়োজন নয়, পয়সা আয় হবে ভেবেই প্রকল্প নেওয়া হয়’

‘বৃষ্টির মৌসুমে প্রয়োজন না হলে রাস্তা খোঁড়াখুঁড়ি উচিত নয়’

‘সড়কের গাছগুলোর ঠিকমতো পরিচর্যা হয় না’

‘গণপরিবহনে যৌন হয়রানির ঘটনায় আমরা আতঙ্কিত’

/আরএআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’