X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘জঙ্গিবাদ রোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করা জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ২১:৪০আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২১:৪১

‘আমাদের তরুণরাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তারাই আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে। তাই জঙ্গিবাদ রোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করা জরুরি।’ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এর উদ্যোগে আয়োজিত ‘বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতি: তরুণ নেতৃত্ব’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।

দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে গোলটেবিল বৈঠক সাবেক রাষ্ট্রদূত বলেন, ‘তরুণদের দক্ষতা ও সৃজনশীলতার বিকাশের জন্য অভিভাবক ও শিক্ষকসহ সবাইকে যত্নবান হওয়া দরকার। তাদের সুখ-দুঃখের খোঁজ নেওয়া দরকার। আমরা প্রযুক্তিগত দিক দিয়ে অশিক্ষিত ছিলাম কিন্তু এখন তরুণদের সামনে প্রযুক্তি আছে। এই প্রযুক্তি যাতে তাদের কল্যাণে ব্যবহার হয় তা নিশ্চিত করতে হবে। তাই তরুণদের সৃজনশীলতা বিকাশের জন্য ও তরুণদের সম্পৃক্ত করে সামাজিক নানা সমস্যা নিরসনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো অগ্রণী ভূমিকা পালন করতে পারে।’

দি হাঙ্গার প্রজেক্ট এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার বলেন, “বাংলাদেশসহ বিশ্বব্যাপী ধর্মীয় উগ্রবাদ একটি বড় সমস্যা। বর্তমানে আমরা জঙ্গিবাদকে একটি নিরাপত্তা সমস্যা হিসেবে দেখছি এবং বলপ্রয়োগের মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করছি। এতে পুরোপুরি সমস্যার সমাধান হচ্ছে না। আমরা মনে করি, জঙ্গিবাদের মূল কারণ চিহ্নিত হওয়া জরুরি। ভুল ব্যাখ্যা দিয়ে ইসলাম ধর্মের নামে যে সহিংসতা চালানো হচ্ছে তা রোধে একটি ‘বিকল্প প্রস্তাবনা’ বা অল্টারনেটিভ ন্যারেটিভ দাঁড় করানো দরকার।”

অনুষ্ঠানে কয়েকজন ইয়ুথ লিডার ও মেন্টর নিজ নিজ এলাকায় বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। প্রকল্পটি তিনটি জেলার ৬টি ইউনিয়নে বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় ১৮০ জন তরুণকে চারদিনের প্রশিক্ষণ ও উল্লেখযোগ্য সংখ্যক তরুণদের অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়। এই তরুণরা পরবর্তীতে সামাজিক সম্প্রীতি ও বহুত্ববাদ মূল্যবোধের বিস্তারে তাদের এলাকায় প্রায় ১৫ হাজার নারী-পুরুষকে সম্পৃক্ত করে ৩০টি সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে।

/এসও/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!