X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোজিনার চিকিৎসায় ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ২৩:১৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২৩:২১

হাসপাতালে চিকিৎসাধীন রোজিনা রাজধানীর বনানীতে বিআরটিসির বাসচাপায় পা হারানো রোজিনা আক্তারের উন্নত চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে ৯ সদস্যের এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন।

মেডিক্যাল বোর্ডের অন্য সদস্যরা হলেন— ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. সাজ্জাদ খন্দকার, অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান, প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রায়হানা আউয়াল, নেফ্রোলোজি বিভাগের অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন চৌধুরী, প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেশ খান, রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মহিউদ্দিনর আহমেদ এবং প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন।

ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোজিনার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তার পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে।’
ঢামেক সূত্রে জানা গেছে, মেডিক্যাল বোর্ড গঠনের পর বৃহস্পতিবার এই বোর্ডের সদস্যরা বসে আলোচনা করেছেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির (ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩) বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। রোজিনা রাস্তায় পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার শিকার রোজিনা গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। ওই ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেন।

 

/এআইবি/এসজেএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী