X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাবির ৭ বিভাগের দেড় হাজার শিক্ষার্থীর জন্য নেই কোনও ক্যান্টিন

সিরাজুল ইসলাম রুবেল
২৭ এপ্রিল ২০১৮, ০৬:১৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ০৬:২৬

 


কাজী মোতাহার হোসেন ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবনে সাতটি বিভাগের ক্লাস হয়।এসব বিভাগের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দেড় হাজার। কিন্তু তাদের জন্য একটি ক্যান্টিনের ব্যবস্থাও রাখেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কাজী মোতাহার হোসেন ভবনে আইন বিভাগ, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিসংখ্যান বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং আবহাওয়া বিজ্ঞান বিভাগের ক্লাস হয়।
এসব বিভাগের সাধারণ শিক্ষার্থীদের খাবার খেতে হলে যেতে হয় বিশ্ববিদ্যালয়ের অন্যস্থানে। ফলে দীর্ঘদিন ধরে বিড়ম্বনা ভোগ করতে হচ্ছে তাদের।
অনেকদিন ধরে তারা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসলেও কোনও কাজ হয়নি। একাধিকবার এ নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনও করেছেন। কিন্তু কর্তৃপক্ষের আশ্বাসেই কেটে গেছে অনেক দিন।
এ বিষয়ে আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুর হোসেন নয়ন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ভবনে সাতটি বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়। কিন্তু কোনও ক্যান্টিন নেই। ফলে আমাদের খাবার খেতে হলে অনেক দূরে যেতে হয়। এতে করে আমাদের অনেক অসুবিধা ভোগ করতে হচ্ছে। কর্তৃপক্ষের কাছে অনেক বার দাবি জানালেও তারা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন।'
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমরা ইতিবাচকভাবে দেখছি। এ ব্যাপারে উপাচার্য মহোদয় বরাবর শিগগিরই চিঠি পাঠাবো। এক্ষেত্রে স্থান নির্ধারণেরও একটা বিষয় আছে। আমরা বিষয়টি আমলে নিচ্ছি।’
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তো বিষয়টি জানি না। তাছাড়া এসব বিষয় দেখার দায়িত্ব হলো ওইসব অনুষদের ডিনদের। তারা এ বিষয়ে কী ব্যবস্থা নেবেন, এটা তাদের সিদ্ধান্ত।’

 

/এইচআই/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়