X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, প্রধান ফটকে তালা

জবি প্রতিনিধি
০৩ মে ২০১৮, ১৯:১১আপডেট : ০৩ মে ২০১৮, ১৯:৩৫


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা
প্রকাশনা জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার মাধ্যমে চাকরিচ্যুত ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিনকে স্বপদে ফিরিয়ে আনার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন বৃহস্পতিবারও অব্যাহত ছিল। আজ (৩ মে) সকাল ১১ টায় সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির মূল ফটকে তালা লাগিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী জবির ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আরমান খান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সব ক্লাস পরীক্ষা বর্জন করে শ্রদ্ধেয় শিক্ষক নাসির স্যারকে তার পদ ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি। নাসির স্যার কে অপসারণ করার বিষয়টি প্রশাসনের ষড়যন্ত্র। তাকে অপসারণের মূল কারণ তার আকাশচুম্বি জনপ্রিয়তা এবং ছাত্রদের যুক্তিসঙ্গত প্রতিটি আন্দোলনে সমর্থন দেওয়া। তাকে যে প্রকাশনার কারণে চাকরিচ্যুত করা হয়েছে তার কোনও  অস্তিত্ব নেই। এছাড়া যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হয়েছে তাও প্রশ্নবিদ্ধ।
তিনি আরও বলেন, নাসির স্যারের বিরুদ্ধে আনীত অভিযোগ অবশ্যই মিথ্যা। জরুরি সিন্ডিকেট ডেকে স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রত্যাহার করতে হবে।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আবদুল বাকী ক্লাসে ফিরে যাওয়ার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন  শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দিয়ে আন্দোলনে জবি শিক্ষার্থীরা
এসময় শিক্ষার্থীরা ছাত্রকল্যাণ পরিচালককে বলেন, আমরা ক্লাসে ফিরে যেতে রাজি যদি উপাচার্য আগামী দশ কর্মদিবসের মধ্যে সিন্ডিকেট ডেকে আমাদের নাসির স্যারকে স্বপদে ফিরিয়ে নেন। এরপর ফিরে যান ছাত্রকল্যাণ পরিচালক।
এ বিষয়ে চাকরিচ্যুত শিক্ষক নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, সবকিছুর আগে আমার প্রিয় শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা ও সর্বোপরি তাদের আগামী ভবিষ্যৎ। তাই আমি চাই ওরা ক্লাস পরীক্ষায় অংশ নিক। তারা বড় হলেই আমি বড় হবো। আমার জন্য বিশ্ববিদ্যালয় বা আমার শিক্ষার্থীদের ক্ষতি হোক তা আমি চাই না।
এদিকে জবি সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ক্যাম্পাসে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে মেইন গেটের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৭৭ তম সিন্ডিকেট সভায় (২৬ এপ্রিল) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিনকে চাকুরিচ্যুত করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ