X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শতভাগ পাসের রেকর্ড গড়তে পারেনি রাজধানীর সেরা তিন স্কুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৯:২৩আপডেট : ০৬ মে ২০১৮, ২০:০৩

বোর্ডে নিজেদের ফল দেখছে ভিকারুন নিসা নুন স্কুলের শিক্ষার্থীরা

এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর বন্যা বয়ে গেলেও শতভাগ পাসের রেকর্ড গড়তে পারেনি  রাজধানীর অন্যতম সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা,রেসিডেনসিয়াল ও গভর্নমেন্ট ল্যাবরেটরি  স্কুল।আজ  রবিবার ঘোষিত ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসির ফলাফলে এ তথ্য জানা গেছে। এতে দেখা গেছে, ভিকারুননিসা নুন স্কুলে এবার পাসের হার ৯৯.৮৮ ভাগ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পাসের হার ৯৯.৬০ ভাগ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পাসের হার ৯৯.৪৫ ভাগ।  

 রেসিডেনসিয়াল মডেল কলেজ:

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৭৬ জন। এ শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার ৯৯ দশমিক ৬০ ভাগ।

বোর্ডে নিজেদের ফল দেখছে রেসিডেন্সিয়ার স্কুলের শিক্ষার্থীরা

রবিবার দুপুরে এখানে ফল ঘোষণা করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ শেখ শরিফুল ইসলাম। ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলাম বলেন, প্রশংসনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে শিক্ষার্থীরা। এ ফলাফলের মূলে রয়েছে কলেজের অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন বোর্ড অব গভর্নরস ও কলেজ প্রশাসনের নেতৃত্বের সঠিক দিক নির্দেশনা ৷ শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সচেতনতা এবং সর্বোপরি ছাত্রদের একনিষ্ঠ অধ্যয়ন এ সাফল্যের নেপথ্য কারণ।

শেখ শরিফুল ইসলাম বলেন, এবার বিজ্ঞান বিভাগে ৪৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭২ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। মানবিক বিভাগে ২৭ জন শিক্ষার্থীর মধ্যে ১ জন জিপিএ-৫ পেয়েছে।

শিক্ষকদের সঙ্গে রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা

ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ:

ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান এবং মানবিক বিভাগে পাসের হার শত ভাগ। তবে ব্যবসায় শিক্ষা বিভাগে দুই শিক্ষার্থী ফেল করায় মোট পাসের হার ৯৯.৮৮% হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস। রবিবার দুপুরে তিনি সাংবাদিকদের জানান, এবারের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬১২ জন, যার মধ্যে পাশ করেছে ১৬১০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৪১ জন শিক্ষার্থী।
নাজনীন ফেরদৌস আরও বলেন, এবারের ফলাফল তুলনামূলক ভাবে ভালো হয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীদের ফলাফলে সন্তুষ্ট। এবারও আমাদের মেয়েদের পাসের হার বেশি।

ভিকারুন নিসা স্কুলে শিক্ষার্থীদের উল্লাস
এদিকে ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও। রবিবার দুপুরে ফলাফল জানতে এসে তারা এ অভিমত ব্যক্ত করেন। এসএসসি পরীক্ষার্থী রাইয়ান সানজানা সুপ্রীতির মা সেলিনা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, মেয়ের ফলাফলে আমি সন্তুষ্ট। এর পেছনে অবশ্যই প্রতিষ্ঠানের অবদান আছে।

জিপিএ-৫ পেয়ে পাস করা ভিকারুন নিসা নুনের গর্বিত শিক্ষার্থীরা
অন্যদিকে, প্রশ্ন ফাঁসের কোনকিছুতে তাদের সন্তানেরা পা দেয়নি এই দাবি করে অপর অভিভাবক মাকসুদা রহমান বলেন, প্রশ্নের পেছনে আমাদের বাচ্চারা যায়নি। তারা কাঙ্ক্ষিত ফল পেয়েছে। এবারের প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। ফলাফলে আমরা সন্তুষ্ট।

গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল:

রাজধানীর অপর নামি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পাসের হার ৯৯ দশমিক ৪৫। এ স্কুল থেকে ৩৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ২৯২ জন। ফের করেছে ২ জন।

স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল খালেক জানান,অসুস্থতার কারণে দুই জন শিক্ষার্থী অসুস্থ ও একজন শিক্ষার্থী প্রতিবন্ধী ছিরেন। এর মধ্যে অসুস্থ একজন শিক্ষার্থী পাশ করতে পারলেও প্রতিবন্ধী ও অপর একজন শিক্ষার্থী পাস করতে পারেনি। যে কারণে ফলাফল একটু খারাপ হয়েছে। তবে মোট ফলের ওপর তারা সন্তুষ্ট।

/এসও/এসএস/সিএ/টিএন/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!